সিএসএস inherit কীওয়ার্ড
ব্রাউজার সাপোর্ট
property | Google Chrome | Internet Explorer | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
inherit: | ১.০ | ৮.০ | ১.০ | ১.০ | ৪.০ |
নোট: ইন্টারনেট এক্সপোলার ৭ ও এর পূর্ববর্তী ভার্সন গুলোতে inherit কীওয়ার্ড সাপোর্ট করে না।
সংজ্ঞা ও ব্যবহার
একটি প্রোপার্টি তার প্যারেন্ট এলিমেন্ট থেকে উত্তরাধিকার সূত্রে ভ্যালু পাবে কিনা তা inherit কীওয়ার্ড দ্বারা নির্ধারণ করা হয়।
যেকোন এইচটিএমএল এলিমেন্ট এবং সিএসএস প্রোপার্টিতে inherit কীওয়ার্ড ব্যবহার করা যায় ।
Version: | javascript syntext: |
---|---|
সিএসএস (৩) | object.style.property="inherit" |
সিএসএস সিনট্যাক্স
property: inherit;
<span> এলিমেন্টের text-color নীল সেট করি:
উদাহরণঃ
<!DOCTYPE html>
<html>
<head>
<style>
span {
color: green;
border: 1px solid black;
}
.extra span {
color: inherit;
}
</style>
</head>
<body>
<div>
এখানে span এলিমেন্ট দেওয়া আছে যেটির কালার সবুজ।
</div>
<div class="extra" style="color:blue">
এখানে span এলিমেন্ট এর কালার নীল যেটি উত্তরাধিকার সুত্রে পাওয়া।
</div>
<div style="color:green">
এখানে span এলিমেন্ট দেওয়া আছে যেটির কালার সবুজ।
</div>
</body>
</html>
ফলাফল