সিএসএস border-collapse প্রোপার্টি
ব্রাউজার সাপোর্ট
property | Google Chrome | Edge | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
border-collapse | ১.০ | ৫.০ | ১.০ | ১.২ | ৪.০ |
সংজ্ঞা ও ব্যবহার
border-collapse প্রোপার্টির মাধ্যমে টেবিলের বর্ডার গুলোকে একত্র করা হয় ।
Initial Value: | Inherited: | Animatable: |
---|---|---|
separate | না | না। আরোও জানতে animatable অধ্যায় ভিজিট করুন। |
সিএসএস সিনট্যাক্স
border-collapse: separate/collapse/initial/inherit;
একটি টেবিলের বর্ডারকে কলাপ্স করুন:
উদাহরণঃ
<!DOCTYPE html>
<html>
<head>
<style>
table {
border-collapse: collapse;
}
table, td, th {
border: 1px solid black;
}
</style>
</head>
<body>
<table>
<tr>
<th>নাম</th>
<th> বয়স </th>
</tr>
<tr>
<td>শরীফ</td>
<td>২৩</td>
</tr>
<tr>
<td>শাহপরান</td>
<td>২৪</td>
</tr>
</table>
<p><b>নোট:</b>যদি !DOCTYPE নির্দিষ্ট করা না হয় তাহলে border-collapse প্রোপার্টি IE8 এবং তার পূর্বের ভার্সনে সঠিক ফলাফল প্রদান করে না।</p>
</body>
</html>
ফলাফল
জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স
object.style.borderCollapse="collapse"
উদাহরণঃ
object.style.borderCollapse="collapse"এর ব্যবহারঃ
<!DOCTYPE html>
<html>
<head>
<style>
table, th, td {
border: 1px solid black;
}
</style>
</head>
<p> টেবিল এলিমেন্টে border-collapse প্রোপার্টি পরিবর্তন করতে "চেষ্টা করি" বাটনে ক্লিক করুন:</p>
<button onclick="myFunction()">চেষ্টা করি</button>
<table id="tablebox">
<tr>
<th>নাম</th>
<th> বয়স</th>
</tr>
<tr>
<td>তামিম</td>
<td>৮</td>
</tr>১২
<tr>
<td>তাহমিদ</td>
<td>২</td>
</tr>
<tr>
<td>তুসি</td>
<td>১</td>
</tr>
</table>
<script>
function myFunction() {
document.getElementById("tablebox").style.borderCollapse = "collapse";
}
</script>
</body>
</html>
ফলাফল
border-collapse প্রোপার্টির ভ্যালু-সমূহ
- separate - ডিফল্ট ভাবে টেবিলের সবগুলো বর্ডার আলাদা আলাদা থাকবে ।
- collapse - আলাদা বর্ডার গুলো একত্র হয়ে একটি বর্ডারে রূপান্তরিত হয় ।
- initial - সিএসএস প্রোপার্টির ডিফল্ট ভ্যালু সেট করে। আরও জানতে initial অধ্যায় ভিজিট করুন।
- inherit - এই প্রোপার্টির ভ্যালু প্যারেন্ট এলিমেন্ট থেকে উত্তরাধিকার সূত্রে পায়। আরও জানতে inherit অধ্যায় ভিজিট করুন।
border-collapse প্রোপার্টির ভ্যালু-সমুহের ব্যবহার দেখার জন্য স্ব-স্ব ভ্যালুতে ক্লিক করুন।