সিএসএস empty-cells প্রোপার্টি
ব্রাউজার সাপোর্ট
property | Google Chrome | Edge | Internet Explorer | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|---|
empty-cells | ১.০ | ১২.০ | ৮.০ | ১.০ | ১.২ | ৪.০ |
সংজ্ঞা ও ব্যবহার
empty-cells প্রোপার্টি টেবিলের খালি সেলের বর্ডার এবং ব্যাকগ্রাউন্ড দেখাবে কিনা তা নির্দেশ করে
Initial Value: | Inherited: | Animatable: |
---|---|---|
show | হ্যাঁ | না। আরোও জানতে animatable অধ্যায় ভিজিট করুন। |
সিএসএস সিনট্যাক্সঃ
empty-cells: show/hide/initial/inherit;
টেবিলের খালি সেলগুলোর বর্ডার ও ব্যাকগ্রাউন্ড হাইড করেঃ
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>css reference example</title>
<style>
table {
border-collapse: separate;
empty-cells: hide;
}
</style>
</head>
<body>
<table border="1.5">
<tr>
<td>কম্পিউটার</td>
<td>ল্যাপটপ</td>
</tr>
<tr>
<td>মোবাইল</td>
<td></td>
</tr>
</table>
<p><b>বিশেষ দ্রষ্টব্যঃ</b> যদি !DOCTYPE নির্দিষ্ট করে দেওয়া হয় শুধু তাহলেই empty-cell প্রোপার্টি ইন্টার্নেট এক্সপ্লোরার ৮ এ সমর্থন করবে।</p>
</body>
</html>
ফলাফল
জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স
object.style. emptyCells="hide"
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<style>
table, td {
border: 1px solid black;
margin: 15px;
}
</style>
</head>
<body>
<p> empty table-cell "মুছে ফেলা" অথবা "প্রদর্শন" এর জন্য নিচের "চেষ্টা করুন" বাটনটি চাপুনঃ</p>
<button type="button" onclick="hide()"> empty cell মুছে ফেলুন</button>
<button type="button" onclick="show()"> empty cell প্রদর্শন করুন</button>
<table id="myTABLE">
<tr>
<td>আপেল</td>
<td> কমলা </td>
</tr>
<tr>
<td>নাশপাতি</td>
<td></td>
</tr>
</table>
<p><b>নোটঃ</b> যদি !DOCTYPE নির্দিষ্ট করে দেওয়া হয় শুধু তাহলেই empty-cell প্রোপার্টি ইন্টার্নেট এক্সপ্লোরার ৮ এ সমর্থন করবে। </p>
<script>
function hide() {
document.getElementById("myTABLE").style.emptyCells = "hide";
}
function show() {
document.getElementById("myTABLE").style.emptyCells = "show";
}
</script>
</body>
</html>
ফলাফল
empty-cells প্রোপার্টির ভ্যালু-সমূহ
- show - এম্পটি সেল এর ব্যাকগ্রাউন্ড ও বর্ডার প্রর্দশন করে। এটি ডিফ্লট আকারে থাকে।
- hide - এম্পটি সেল এর ব্যাকগ্রাউন্ড ও বর্ডার প্রর্দশন করেনা।
- initial - সিএসএস প্রোপার্টির ডিফল্ট ভ্যালু সেট করে। আরও জানতে initial অধ্যায় ভিজিট করুন।
- inherit - এই প্রোপার্টির ভ্যালু প্যারেন্ট এলিমেন্ট থেকে উত্তরাধিকার সূত্রে পায়। আরও জানতে inherit অধ্যায় ভিজিট করুন।
empty-cells প্রোপার্টির ভ্যালু-সমুহের ব্যবহার দেখার জন্য স্ব-স্ব ভ্যালুতে ক্লিক করুন।