সিএসএস cursor প্রোপার্টি
ব্রাউজার সাপোর্ট
property | Google Chrome | Edge | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
cursor | ৫.০ | ১২.০ | ৫.৫ | ৪.০ | ৫.০ |
সংজ্ঞা ও ব্যবহার
একটি এলিমেন্টের উপর কার্সর নিলে কি ধরনের কার্সর দেখাবে তা cursor প্রোপার্টির মাধ্যমে সেট করা হয়।
Initial Value: | Inherited: | Animatable: |
---|---|---|
auto | না | না। আরোও জানতে animatable অধ্যায় ভিজিট করুন। |
সিএসএস সিনট্যাক্স
cursor: value;
বিভিন্ন ধরনের কার্সর ভ্যালুর ব্যবহার
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>সিএসএস রেফারেন্স উদাহরণ</title>
</head>
<body>
<p> cursor পরিবর্তন করার জন্য মাউসটি word গুলোর উপরে নিন। </p>
<span style="cursor:auto">auto</span><br>
<span style="cursor:crosshair">crosshair</span><br>
<span style="cursor:default">default</span><br>
<span style="cursor:e-resize">e-resize</span><br>
<span style="cursor:grab">grab</span><br>
<span style="cursor:help">help</span><br>
<span style="cursor:move">move</span><br>
<span style="cursor:n-resize">n-resize</span><br>
<span style="cursor:ne-resize">ne-resize</span><br>
<span style="cursor:nw-resize">nw-resize</span><br>
<span style="cursor:pointer">pointer</span><br>
<span style="cursor:progress">progress</span><br>
<span style="cursor:s-resize">s-resize</span><br>
<span style="cursor:se-resize">se-resize</span><br>
<span style="cursor:sw-resize">sw-resize</span><br>
<span style="cursor:text">text</span><br>
<span style="cursor:w-resize">w-resize</span><br>
<span style="cursor:wait">wait</span><br>
<span style="cursor:not-allowed">not-allowed</span><br>
<span style="cursor:no-drop">no-drop</span><br>
</body>
</html>
ফলাফল
জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স
object.style.cursor="crosshair"
উদাহরণঃ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>সিএসএস রেফারেন্স উদাহরণ</title>
<style>
#thisDiv {
width: 300px;
height: 300px;
background-color: #ff00ff;
}
</style>
</head>
<body>
<p> cursor টি কেমন দেখাবে সেটি দেখার জন্য মাউসটি DIV এলিমেন্টের উপরে নিন। <p>
<p> "ক্লিক করি" বাটনটি ক্লিক করুন এবং পুনরায় মাউসটি DIV এলিমেন্টের উপরে নিন দেখুন cursor টি পরিবর্তন হয়েছেঃ</p>
<button onclick="myFunction()">ক্লিক করি</button>
<div id="thisDiv">
<h3> মাউসটি এখানে আনুন এবং mouse-cursor টি দেখুন। </h3>
</div>
<script>
function myFunction() {
document.getElementById("thisDiv").style.cursor = "not-allowed";
}
</script>
</body>
</html>
ফলাফল
cursor প্রোপার্টির ভ্যালু-সমূহ
- alias - কার্সরটি একটি alias নির্দেশ করে, যা কিছু একটা তৈরি করবে।
- all-scroll - কোন কিছুকে চতুর্দিকে স্ক্রল করা যাবে সেটা নির্দেশ করে।
- auto - ডিফ্লট ভ্যালু। ব্রাউজার কার্সরকে সেট করে।
- cell - কার্সর সেল (সেলগুচ্ছ) সিলেক্ট করা হয়েছে তা নির্দেশ করে।
- context-menu - কার্সরটি কন্টেক্স-মেন্যুকে নির্দেশ করে।
- col-resize - কার্সরটি অনুভূমিক আকারে কলামকে পরিবর্তিত করা যাবে সেটা নির্দেশ করে।
- copy -কার্সরটি কোন কিছু কপি হবে নির্দেশ করে ।
- crosshair - কার্সরটি ক্রসহেয়ার স্টাইলে রুপান্তরিত হবে।
- default - ডিফল্ট কার্সর।
- e-resize - কার্সর একটি বক্সের কিনারা ডানদিকে সরিয়ে নিতে নির্দেশ করে (পূর্ব)।
- ew-resize - একটি দ্বিমুখী কার্সর নির্দেশ করে।
- grab - কোনকিছুকে ধরা যাবে তা নির্দেশ করে।
- grabbing - কোনকিছুকে ধরা যাবে তা নির্দেশ করে।
- help -কার্সরটি সাহায্য নির্দেশ করে।
- move - কার্সর কোন কিছু সড়ানোর নির্দেশ করে।
- n-resize - একটি বক্সের কিনারা উপরের দিকে নিতে হবে তা নির্দেশ করে।
- ne-resize - একটি বক্সের কিনারা উপরে ও ডানদিকে নিতে হবে (দক্ষিন/পূর্ব)।
- nesw-resize - দ্বিমুখী রিসাইজিং কার্সর নির্দেশ করে।
- ns-resize - দ্বিমুখী রিসাইজিং কার্সর নির্দেশ করে।
- nw-resize - একটি বক্সের কিনারা উপরে ও বামদিকে নিতে হবে (উত্তর/পশ্চিম)।
- nwse-resize - দ্বিমুখী রিসাইজিং কার্সর নির্দেশ করে।
- no-drop - কার্সরটি নির্দেশ করে ড্র্যাগ করা আইটেম এইখানে ড্রপ করা যাবে না।
- none - এলিমেন্টের জন্য কোন কার্সর উপযুক্ত না।
- not-allowed - রিকুয়েস্ট কার্যকর হবে না কার্সর সেটা নির্দেশ করে।
- pointer - কার্সরটি একটি পয়েন্টার এবং লিঙ্ক নির্দেশ করে।
- progress -প্রোগ্রাম ব্যস্ত সেটা কার্সর নির্দেশ করে।
- row-resize - কার্সর নির্দেশ করে row কে উল্লম্বভাবে রিসাইজ করা যাবে।
- s-resize -একটি বক্সের কিনারা নিচের দিকে নিতে হবে তা নির্দেশ করে (দক্ষিণ)।
- se-resize - একটি বক্সের কিনারা নিচে ও ডান দিকে নিতে হবে তা নির্দেশ করে (দক্ষিণ/পূর্ব)।
- sw-resize - একটি বক্সের কিনারা নিচে ও বাম দিকে নিতে হবে তা নির্দেশ করে (দক্ষিণ/পূর্ব)।
- text - কার্সর সিলেক্টেড টেক্সটকে নির্দেশ করে।
- vertical-text - কার্সর সিলেক্টেড উল্লম্ব-টেক্সটকে নির্দেশ করে।
- w-resize - একটি বক্সের কিনারা বাম দিকে নিতে হবে তা নির্দেশ করে (পশ্চিম)।
- wait - কার্সর ব্যস্ত প্রোগ্রামকে নির্দেশ করে।
- zoom-in - কোনকিছুকে জুম করা যাবে সেটা নির্দেশ করে।
- zoom-out - কোনকিছু থেকে জুম বাদ দেওয়া যাবে সেটা নির্দেশ করে।
- initial - সিএসএস প্রোপার্টির ডিফল্ট ভ্যালু সেট করে। আরও জানতে initial অধ্যায় ভিজিট করুন।
- inherit - এই প্রোপার্টির ভ্যালু প্যারেন্ট এলিমেন্ট থেকে উত্তরাধিকার সূত্রে পায়। আরও জানতে inherit অধ্যায় ভিজিট করুন।
cursor প্রোপার্টির ভ্যালু-সমুহের ব্যবহার দেখার জন্য স্ব-স্ব ভ্যালুতে ক্লিক করুন।