সিএসএস content প্রোপার্টি
ব্রাউজার সাপোর্ট
property | Google Chrome | Edge | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
content | ১.০ | ৮.০ | ১.০ | ১.০ | ৪.০ |
সংজ্ঞা ও ব্যবহার
Content প্রোপার্টিতে স্যুডো-এলিমেন্টের :before এবং :after ব্যবহার করতে হবে।
Initial Value: | Inherited: | Animatable: |
---|---|---|
normal | না | না। আরোও জানতে animatable অধ্যায় ভিজিট করুন। |
সিএসএস সিনট্যাক্স
content: normal/none/counter/attr/string/open-quote/close-quote/no-open-quote/no-close-quote/url/initial/inherit;
নিম্নোক্ত উদাহরণে URL কে প্রতিটি লিংকের পরে প্রথম বন্ধনীর ভিতরে প্রবেশ করায়ঃ
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>সিএসএস রেফারেন্স উদাহরণ</title>
<style>
a:after {
content: " (" attr(href) ")";
}
</style>
</head>
<body>
<p><a href="../index.php">স্যাট একাডেমী</a> এ ফ্রী টিউটোরিয়াল এবং রেফারেন্স রয়েছে।</p>
<p><b>নোটঃ</b>!DOCTYPE ডিক্লেয়ার না করলে content ইন্টারনেট এক্সপ্লোরার ৮ এ সাপোর্ট করবে না।</p>
</body>
</html>
ফলাফল
জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স
আপনি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে একটি এলিমেন্টে pseudo-class দিতে পারবেন না।
কিন্তু একই ফলাফল পেতে আরো পদ্ধতি রয়েছে।
উদাহরণঃ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>সিএসএস রেফারেন্স উদাহরণ</title>
<style>
.thisClass:after {
content: "একটি অনলাইন এবং অফলাইন আইটি শিক্ষা প্রতিষ্ঠান";
}
</style>
</head>
<body>
<p> আপনি একটি নির্দিষ্ট এলিমেন্টে pseudo-class এর স্টাইল করতে পারবেন না কিন্তু আপনি
head সেকশনে style ট্যাগ বা আলাদা স্টাইলশীটে একটি নির্দিষ্ট এলিমেন্টে pseudo-class এর
স্টাইল করতে পারবেন।</p>
<p>DIV এলিমেন্টে "thisClass" নামের class টি যুক্ত করার জন্য "ক্লিক করি" বাটনে
ক্লিক করুন।</p>
<button onclick="myFunction()">ক্লিক করি</button><br><br>
<div id="thisDiv">স্যাট একাডেমী</div>
<script>
function myFunction() {
document.getElementById("thisDiv").className += " thisClass";
}
</script>
</body>
</html>
ফলাফল
content প্রোপার্টির ভ্যালু-সমূহ
- normal -এটি একটি normal ভ্যালু সেট করে।
- none - content এর ভ্যালুকে none করে দেয়।
- counter - content কে কাউন্টার হিসেবে সেট করবে।
- attr - একটি content কে সিলেক্টর এট্রিবিউটের মত সেট করবে।
- string - আপনি যেই টেক্সট নির্ধারন করবেন তাই content এ সেট হবে।
- open-quote - content এ ওপেনিং কোটেশন সেট করবে।
- close-quote - content এ ক্লোজিং কোটেশন সেট করবে।
- no-open-quote - content থেকে ওপেনিং কোটেশন মুছে ফেলবে।
- no-close-quote - content থেকে ক্লোজিং কোটেশন মুছে ফেলবে।
- url(url) - কন্টেন্টকে মিডিয়া হিসেবে সেট করবে (যেমনঃ একটি ইমেজ,সাউন্ড,ভিডিও ইত্যাদি )
- initial - সিএসএস প্রোপার্টির ডিফল্ট ভ্যালু সেট করে। আরও জানতে initial অধ্যায় ভিজিট করুন।
- inherit -এই প্রোপার্টির ভ্যালু প্যারেন্ট এলিমেন্ট থেকে উত্তরাধিকার সূত্রে পায়। আরও জানতে inherit অধ্যায় ভিজিট করুন।
content প্রোপার্টির ভ্যালু-সমুহের ব্যবহার দেখার জন্য স্ব-স্ব ভ্যালুতে ক্লিক করুন।