সিএসএস (৩)text-decoration-style প্রোপার্টি
ব্রাউজার সাপোর্ট
property | Google Chrome | Edge | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
text-decoration-style | সাপোর্ট করে না | সাপোর্ট করে না | ৬.০ -moz- | সাপোর্ট করে না | সাপোর্ট করে না |
সংজ্ঞা ও ব্যবহার
text-decoration-style প্রোপার্টি কিভাবে লাইনটি থাকবে তা নির্ধারন করে ।
Initial Value: | Inherited: | Animatable: |
---|---|---|
solid | না | হ্যাঁ । আরোও জানতে animatable অধ্যায় ভিজিট করুন। |
সিএসএস সিনট্যাক্স
text-decoration-style: solid/double/dotted/dashed/wavy/initial/inherit;
<p> এলিমেন্টে একটি ঢেউ ঢেউ লাইন প্রদর্শিত হবেঃ
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>css referance example</title>
<style>
p {
text-decoration: underline;
-moz-text-decoration-style: wavy; /* Code for Firefox */
text-decoration-style: wavy;
}
</style>
</head>
<body>
<p> এই প্যারাগ্রাফের টেক্সট এর নিচে একটি ঢেউ ঢেউ লাইন প্রদর্শন হবে।</p>
<p><b>নোটঃ </b> সকল ব্রাউজারে text-decoration-style সাপোর্ট করে না। </p>
<p><b>নোটঃ </b> ফায়ারফক্স এ সাপোর্ট করার জন্য -moz-text-decoration-style প্রোপার্টি ব্যবহার করা হয়। </p>
</body>
</html>
ফলাফল
জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স
object .style.textDecorationStyle="wavy"
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>css referance example</title>
<style>
p#myP {
text-decoration: underline;
}
</style>
</head>
<body>
<p id="myP">
স্যাট একাডেমি!
</p>
<p> "উদাহরণ দেখুন" বাটনে ক্লিক করলে প্যারাগ্রাফের text-decoration-style পরিবর্তন হবে। </p>
<button onclick="myFunction()">উদাহরণ দেখুন </button>
<script>
function myFunction() {
document.getElementById("myP").style.MozTextDecorationStyle = "wavy"; // Code for Firefox
document.getElementById("myP").style.textDecorationStyle = "wavy";
}
</script>
<p><b>নোটঃ </b> সকল ব্রাউজারে textDecorationStyle প্রোপার্টি সাপোর্ট করে না।</p>
<p><b>নোটঃ </b> ফায়ারফক্সে সাপোর্ট করানোর জন্য MozTextDecorationStyle প্রোপার্টি ব্যবহার করা হয়। </p>
</body>
</html>
ফলাফল
text-decoration-style প্রোপার্টির ভ্যালু-সমূহ
- solid - ডিফল্ট ভ্যালু। লাইনটি সিঙ্গেল লাইন হিসেবে প্রদর্শিত হবে।
- double - ডাবল লাইন হিসেবে প্রদর্শিত হবে ।
- dotted - লাইনটি বিন্দু বিন্দু লাইন হিসেবে প্রদর্শিত হবে ।
- dashed - লাইনটি ড্যাশ লাইন হিসেবে প্রদর্শিত হবে ।
- wavy -এই প্রোপার্টিকে ডিফল্ট ভ্যালু হিসেবে সেট করতে হবে।
- initial - সিএসএস প্রোপার্টির ডিফল্ট ভ্যালু সেট করে। আরও জানতে initial অধ্যায় ভিজিট করুন।
- inherit - এই প্রোপার্টির ভ্যালু প্যারেন্ট এলিমেন্ট থেকে উত্তরাধিকার সূত্রে পায়। আরও জানতে inherit অধ্যায় ভিজিট করুন।
text-decoration-style প্রোপার্টির ভ্যালু-সমুহের ব্যবহার দেখার জন্য স্ব-স্ব ভ্যালুতে ক্লিক করুন।