সিএসএস(৩) font-size-adjust প্রোপার্টি
ব্রাউজার সাপোর্ট
property | Google Chrome | Edge | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
font-size-adjust | সাপোর্ট করে না | সাপোর্ট করে না | ৩.০ | সাপোর্ট করে না | সাপোর্ট করে না |
সংজ্ঞা ও ব্যবহার
যখন প্রথম নির্বাচিত ফন্ট সচারচর না থাকে তখন ফন্টের সাইজকে নিয়ন্ত্রন করার জন্য font-size-adjust প্রোপার্টি ব্যবহার করা হয়।
- যখন ফন্ট সচরাচর পাওয়া না যায়, ব্রাউজার তখন দ্বিতীয় কোনো ফন্ট বাছাই করে নিবে। যার মাধ্যমে ফন্টের সাইজ হবে বড়। আর এটিকে বাদ দেওয়ার জন্য font-size-adjust ব্যবহার হয়।
- সকল ফন্টের ছোট হাতের অক্ষর "x" ও বড় হাতের অক্ষরের "X" এর জন্য ভিন্ন ভিন্ন "aspect value" রয়েছে ।
- ব্রাউজার যখন প্রথম ফন্টের "aspect value" জানবে তখন দ্বিতীয় ফন্টের ক্ষেত্রেও একই সাইজের প্রদর্শন করবে।
Initial Value: | Inherited: | Animatable: |
---|---|---|
none | হ্যাঁ | হ্যাঁ । আরোও জানতে animatable অধ্যায় ভিজিট করুন। |
সিএসএস সিনট্যাক্স
font-size-adjust: number/none/initial/inherit;
font-size-adjust প্রোপার্টি ব্যবহার করে ব্রাউজারে ব্যবহৃত ফন্টের সাইজকে নিয়ন্ত্রন করা যায়।
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>css reference example</title>
<style>
.Verdana {font-family: verdana;}
.Times {font-family: 'times new roman';}
#test1 {font-size-adjust: 0.58;}
#test2 {font-size-adjust: 0.58;}
</style>
</head>
<body>
<p><b>বিশেষ দ্রষ্টব্যঃ</b> font-size-adjust প্রোপার্টি শুধুমাত্র Firefox ব্রাউজারেই সাপোর্ট করে।</p>
<p>font-size-adjust প্রোপার্টি এর জন্য একই রকমের দুইটি divs ব্যবহার করা হয়:</p>
<div id="test1" class="Verdana">
font-size-adjust প্রোপার্টি দিয়ে আপনি font size কে নিয়ন্ত্রণ করতে পারবেন।</div>
<div id="test2" class="Times">
font-size-adjust প্রোপার্টি দিয়ে আপনি font size কে নিয়ন্ত্রণ করতে পারবেন।
</div>
<p>font-size-adjust প্রোপার্টি এর জন্য একই রকমের দুইটি divs ব্যাবহার করা হয়:</p>
<div class="Verdana">
font-size-adjust প্রোপার্টি দিয়ে আপনি font size কে নিয়ন্ত্রণ করতে পারবেন।
</div>
<div class="Times">
font-size-adjust প্রোপার্টি দিয়ে আপনি font size কে নিয়ন্ত্রণ করতে পারবেন।
</div>
</body>
</html>
ফলাফল
জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স
object.style.fontSizeAdjust="0.58"
উদাহরণঃ
<!DOCTYPE html>
<html>
<head>
<p> "চেষ্টা করি" বাটনে ক্লিক করলে দ্বিতীয় DIV এলিমেন্টের ফন্ট সাইজ পরিবর্তন হবে:</p>
<button onclick="myFunction()">চেষ্টা করি </button>
<div style="font-family:verdana">
<p>font-size-adjust প্রোপার্টি দিয়ে আপনি font size কে নিয়ন্ত্রণ করতে পারবেন।</p>
</div>
<div id="myDIV">
<p>font-size-adjust প্রোপার্টি দিয়ে আপনি font size কে নিয়ন্ত্রণ করতে পারবেন।</p>
</div>
<script>
function myFunction() {
document.getElementById("myDIV").style.fontSizeAdjust = "0.58";
}
</script>
<p><b>নোটঃ</b>font-size-adjust প্রোপার্টি শুধু মাত্র ফায়ার-ফক্স এ সাপোর্ট করে। </p>
</body>
</html>
ফলাফল
font-size-adjust প্রোপার্টির ভ্যালু-সমূহ
- number - একটি ফন্টের aspect value কে নির্দেশ করে।
- none - ডিফল্ট ভ্যালু নির্দেশ করে।
- initial - সিএসএস প্রোপার্টির ডিফল্ট ভ্যালু সেট করে। আরও জানতে initial অধ্যায় ভিজিট করুন।
- inherit -এই প্রোপার্টির ভ্যালু প্যারেন্ট এলিমেন্ট থেকে উত্তরাধিকার সূত্রে পায়। আরও জানতে inherit অধ্যায় ভিজিট করুন।