সিএসএস padding-left প্রোপার্টি
ব্রাউজার সাপোর্ট
property | Google Chrome | Edge | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
padding-left | ১.০ | ৪.০ | ১.০ | ১.০ | ৩.৫ |
সংজ্ঞা ও ব্যবহার
একটি এলিমেন্টের বামে প্যাডিং-এর জন্য padding-left প্রোপার্টি নির্দিষ্ট করে।
পরামর্শঃ
- কোনো নেগেটিভ ভ্যালু হবে না।
Initial Value: | Inherited: | Animatable: |
---|---|---|
০ | না | হ্যাঁ । আরোও জানতে animatable অধ্যায় ভিজিট করুন। animatableএর উদাহরণ |
সিএসএস সিনট্যাক্স
padding-left: length/initial/inherit;
একটি <p> এলিমেন্টের বামে প্যাডিং নির্ধারণঃ
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>সিএসএস উদাহরণ</title>
<style>
p.padding {
padding-left: 2cm;
}
p.padding2 {
padding-left: 50%;
}
</style>
</head>
<body>
<p>left প্যাডিং ছাড়া টেক্সট।</p>
<p class="padding">এই টেক্সটের ২সে.মি. left প্যাডিং আছে।</p>
<p class="padding2">এই টেক্সটের ৫০% left প্যাডিং আছে।</p>
</body>
</html>
ফলাফল
জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স
object.style.paddingLeft="50px"
উদাহরণ:
<!DOCTYPE html>
<html>
<head>
<title>সিএসএস উদাহরণ</title>
<style>
#myDIV {
border: 1px solid black;
background-color: lightblue;
width: 300px;
height: 300px;
}
</style>
</head>
<body>
<p>div এলিমেন্টের padding-left প্রোপার্টি পরিবর্তন করতে "চেষ্টা করি" বাটনে ক্লিক করিঃ</p>
<button onclick="myFunction()">চেষ্টা করি</button>
<div id="myDIV">
১৯২১ সালে তদানীন্তন ব্রিটিশ ভারতে অক্সব্রিজ শিক্ষা ব্যবস্থা অনুসরণে এটি স্থাপিত হয়।
সূচনালগ্নে বিভিন্ন প্রথিতযশা বৃত্তিধারী ও বিজ্ঞানীদের দ্বারা কঠোরভাবে মান নিয়ন্ত্রিত হবার প্রেক্ষাপটে এটি প্রাচ্যের অক্সফোর্ড নামে স্বীকৃতি পায়।
বাংলাদেশের উচ্চ শিক্ষিত সম্প্রদায়ের প্রায় দুই-তৃতীয়াংশ এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সবচেয়ে বেশিসংখ্যক বাংলাদেশ বিজ্ঞান একাডেমি পদক লাভ করেছেন।
এছাড়াও, এটি বাংলাদেশের সর্ববৃহৎ ও একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে এশিয়াউইকের পক্ষ থেকে শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নেয়।
এখানে প্রায় ৩৩,৫০০ ছাত্র-ছাত্রী এবং ১,৮০৫ জন শিক্ষক রয়েছে৷
</div>
<script>
function myFunction() {
document.getElementById("myDIV").style.paddingLeft = "50px";
}
</script>
</body>
</html>
ফলাফল
padding-left প্রোপার্টির ভ্যালু-সমূহ
- length - বামের প্যাডিং এর জন্য px, pt, cm ইত্যাদি নির্দিষ্ট করা যায়। ডিফল্ট ভ্যালু হিসেবে ০ থাকে।
- % -কন্টেইন এলিমেন্টের width এর বামে প্যাডিংকে শতকরায় (%) প্রকাশ করা যায়।
- initial - সিএসএস প্রোপার্টির ডিফল্ট ভ্যালু সেট করে। আরও জানতে initial অধ্যায় ভিজিট করুন।
- inherit - এই প্রোপার্টির ভ্যালু প্যারেন্ট এলিমেন্ট থেকে উত্তরাধিকার সূত্রে পায়। আরও জানতে inherit অধ্যায় ভিজিট করুন।
padding-left প্রোপার্টির ভ্যালু-সমুহের ব্যবহার দেখার জন্য স্ব-স্ব ভ্যালুতে ক্লিক করুন।