সিএসএস(৩) backface-visibility প্রোপার্টি
ব্রাউজার সাপোর্ট
property | Google Chrome | Edge | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
backface-visibility | ৩৬.০ | ১০.০ | ১৬.০ | ৯.০ | ২৩.০ |
সংজ্ঞা ও ব্যবহার
backface-visibility প্রোপার্টি ব্যবহার করলে এলিমেন্টের দৃশ্যমানতা ব্রাউজারে প্রদর্শিত হবে ।
পরামর্শঃ
- এই প্রোপার্টি কার্যকর হবে যখন এলিমেন্টকে ঘুরানো হবে।
Initial Value: | Inherited: | Animatable: |
---|---|---|
strech | না | না। আরোও জানতে animatable অধ্যায় ভিজিট করুন। |
সিএসএস সিনট্যাক্স
backface-visibility: visible/hidden/initial/inherit;
উদাহরণ
একটি rotated div এলিমেন্টর পিছনের অংশ hidden করাঃ
<!DOCTYPE html>
<html>
<head>
<style>
div {
position: relative;
height:100px;
width:100px;
background-color: lightseagreen;
-webkit-transform: rotateY(180deg);
transform: rotateY(180deg);
}
#hidden {
-webkit-backface-visibility: hidden;
backface-visibility: hidden;
}
#visible {
-webkit-backface-visibility: visible;
backface-visibility: visible;
}
</style>
</head>
<body>
<h3>এই উদাহরণে দুইটি div রয়েছে যা ১৮০ ডিগ্রি কোণে ঘুরানো আছে । </h3>
<div id="hidden">স্যাট একাডেমী</div>
<div id="visible">স্যাট একাডেমী</div>
<p><b>নোটঃ</b>backface-visibility প্রোপার্টি এক্সপ্লোরার(৯)এবং তার আগের ভার্সনে সাপোর্ট করে না। </p>
</body>
</html>
ফলাফল
জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স
object.style.backfaceVisibility="hidden"
উদাহরণ
object.style.backfaceVisibility="hidden" এর ব্যবহারঃ
<!DOCTYPE html>
<html>
<head>
<style>
div {
width: 150px;
height: 150px;
background: lightgreen;
color: blue;
-webkit-animation: mymove 2s infinite linear alternate;
animation: move 2s infinite linear alternate;
}
@-webkit-keyframes move {
to {-webkit-transform: rotateY(180deg);}
}
@keyframes move {
to {transform: rotateY(180deg);}
</style>
</head>
<body>
<p>Div এলিমেন্টের backface-visibility পরিবর্তন করার জন্য টিক চিহ্নতে কিক্ল করুন ঃ </p>
<div id="thisDIV"><h1>স্যাট একাডেমী</h1></div>
<input type="checkbox" onclick="myFunction(this)" checked>পরিবর্তন করুন
<script>
function myFunction(x) {
if (x.checked === true) {
document.getElementById("thisDIV").style.WebkitBackfaceVisibility = "visible"; // Code for Chrome, Safari, Opera
document.getElementById("thisDIV").style.backfaceVisibility = "visible";
} else {
document.getElementById("thisDIV").style.WebkitBackfaceVisibility = "hidden"; // Code for Chrome, Safari, Opera
document.getElementById("thisDIV").style.backfaceVisibility = "hidden";
}
}
</script>
<p><strong>বিঃদ্রঃ</strong> IE9 এবং এর পূর্বের ভার্সনগুলোতে backface-visibility সাপোর্ট করে না।</p>
</body>
</html>
ফলাফল
backface-visibility প্রোপার্টির ভ্যালু-সমূহ
- visible - ডিফল্ট ভ্যালু যাতে এলিমেন্টের পিছনের পার্শ্ব প্রদর্শিত হয়।
- hidden - পিছনের পার্শ্ব প্রদর্শিত হয় না ।
- initial - সিএসএস প্রোপার্টির ডিফল্ট ভ্যালু সেট করে। আরও জানতে initial অধ্যায় ভিজিট করুন।
- inherit - এই প্রোপার্টির ভ্যালু প্যারেন্ট এলিমেন্ট থেকে উত্তরাধিকার সূত্রে পায়। আরও জানতে inherit অধ্যায় ভিজিট করুন।
backface-visibility প্রোপার্টির ভ্যালু-সমুহের ব্যবহার দেখার জন্য স্ব-স্ব ভ্যালুতে ক্লিক করুন।