সিএসএস(৩) transition-duration প্রোপার্টি
ব্রাউজার সাপোর্ট
property | Google Chrome | Edge | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
transition-duration | ২৬.০ ৪.০ -webkit- |
১০.০ | ১৬.০ ৪.০ -moz- |
৬.১ ৩.১ -webkit- |
১২.১ ১০.5 -o- |
সংজ্ঞা ও ব্যবহার
transition-duration প্রোপার্টি দ্বারা বুঝায় সম্পূর্ন transition effect টি শেষ হতে কত সেকেন্ড (s) অথবা মিলিসেকেন্ড (ms) লাগবে ।
Initial Value: | Inherited: | Animatable: |
---|---|---|
os | না | না। আরোও জানতে animatable অধ্যায় ভিজিট করুন। |
সিএসএস সিনট্যাক্স
transition-duration: time/initial/inherit;
transition effect টির স্থায়িত্ব ৫ সেকেন্ডঃ
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>css referance example</title>
<style>
div {
width: 100px;
height: 100px;
background: red;
-webkit-transition-property: width; /* Safari */
-webkit-transition-duration: 5s; /* Safari */
transition-property: width;
transition-duration: 5s;
}
div:hover {
width: 300px;
}
</style>
</head>
<body>
<p><b>নোট:</b> এই উদাহরণটি ইন্টারনেট এক্সপ্লোরার ৯ এবং পূর্ববর্তী ভার্সনে কাজ করে না। </p>
<div></div>
<p> ট্রানজিশন ইফেক্ট দেখার জন্য <b>div</b> এলিমেন্টের উপর মাউস আনা নেয়া করুন। </p>
</body>
</html>
ফলাফল
জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স
object.style.transitionDuration="1s"
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>css referance example</title>
<style>
#myDIV {
border: 1px solid black;
background-color: lightblue;
width: 270px;
height: 200px;
overflow: auto;
-webkit-transition: all 5s; /* সাফারি ৩.১ থেকে ৬.০ এর জন্য */
transition: all 5s;
}
#myDIV:hover {
background-color: coral;
width: 570px;
height: 500px;
padding: 100px;
border-radius: 50px;
}
</style>
</head>
<body>
<p><b>DIV</b> এলিমেন্টের উপর মাউস নিয়ে আসলে এর কালার এবং আকার দুটোই পরিবর্তিত হবে! </p>
<p> "উদাহরণ দেখুন" বাটনে ক্লিক করি এবং পূনরায় DIV এলিমেন্টে মাউস নিয়ে আসি। পরিবর্তনটা এবার খুব দ্রুতই ঘটবে! </p>
<button onclick="myFunction()">উদাহরণ দেখুন</button>
<div id="myDIV">
<h1>myDIV</h1>
</div>
<script>
function myFunction() {
document.getElementById("myDIV").style.WebkitTransitionDuration = "1s"; // Code for Safari 3.1 to 6.0
document.getElementById("myDIV").style.transitionDuration = "1s";
}
</script>
<p> transitionDuration প্রপার্টিটি ইন্টারনেট এক্সপ্লোরার ১০, ফায়ারফক্স, অপেরা এবং ক্রোমে সাপোর্ট করে। </p>
<p> সাফারিতে বিকল্প WebkitTransitionDuration প্রপার্টিটি সাপোর্ট করে। </p>
</body>
</html>
ফলাফল
transition-duration প্রোপার্টির ভ্যালু-সমূহ
- time - এর দ্বারা বুঝায় যে, সম্পূর্ন transition effect টি শেষ হতে কত সেকেন্ড (s) অথবা মিলিসেকেন্ড (ms) লাগবে। এর ডিফল্ট ভ্যালু হচ্ছে ০(zero) s , মানে কোনো effect নেই ।
- initial - সিএসএস প্রোপার্টির ডিফল্ট ভ্যালু সেট করে। আরও জানতে initial অধ্যায় ভিজিট করুন।
- inherit - এই প্রোপার্টির ভ্যালু প্যারেন্ট এলিমেন্ট থেকে উত্তরাধিকার সূত্রে পায়। আরও জানতে inherit অধ্যায় ভিজিট করুন।