সিএসএস letter-spacing প্রোপার্টি
ব্রাউজার সাপোর্ট
property | Google Chrome | Edge | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
letter-spacing | ১.০ | ৪.০ | ১.০ | ১.০ | ৩.৫ |
সংজ্ঞা ও ব্যবহার
একটি টেক্সটের খালি জায়গা বাড়াতে বা কমাতে letter-spacing প্রোপার্টি ব্যবহার করা হয়।
Initial Value: | Inherited: | Animatable: |
---|---|---|
normal | হ্যাঁ | হ্যাঁ । আরোও জানতে animatable অধ্যায় ভিজিট করুন। animatableএর উদাহরণ |
সিএসএস সিনট্যাক্স
letter-spacing:normal/length/initial/inherit;
উদাহরণঃ
<!DOCTYPE html>
<html>
<head>
<style>
h1 {
letter-spacing: 2px;
}
h2 {
letter-spacing: -3px;
}
</style>
</head>
<body>
<h1>এটা heading ১</h1>
<h2>এটা heading ২</h2>
</body>
</html>
ফলাফল
জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স
object.style.letterSpacing="3px"
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<p>letter-spacing প্রোপার্টির মাধ্যমে DIV ইলিমেন্টের প্রতিটি অক্ষরকে 3 pixels ফাঁকা করার জন্য "নিজে চেষ্টা করি" বাটন ক্লিক করুন।</p>
<button onclick="myFunction()">নিজে চেষ্টা করি</button>
<div id="thisDIv">
অধিনায়ক হিসেবে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডটি এত দিন ছিল হাবিবুল বাশারের দখলে।
কাল আফগানিস্তানের বিপক্ষে পাওয়া রুদ্ধশ্বাস জয়ে সেটি নিজের করে নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। টেস্ট,
ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এখন পর্যন্ত মোট ৫৩টি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি।
এর ৩১টিতেই জয় পেয়েছে বাংলাদেশ, হার ২১টিতে। টেস্ট ও ওয়ানডেতে হাবিবুলের নেতৃত্বে ৮৭ ম্যাচ খেলে
বাংলাদেশের জয় ৩০টি ও হার ৫৩টি।
</div>
<script>
function myFunction() {
document.getElementById("thisDIv").style.letterSpacing = "3px";
}
</script>
</body>
</html>
ফলাফল
letter-spacing প্রোপার্টির ভ্যালু-সমূহ
- normal - ক্যারেক্টারে কোন অতিরিক্ত খালি জায়গা নেয় না। এটা ডিফল্ট আকারে থাকে।
- length - ক্যারেক্টারে অতিরিক্ত খালি জায়গা নেয়( নেগেটিভ ভ্যালু গ্রহনীয় )
- initial - সিএসএস প্রোপার্টির ডিফল্ট ভ্যালু সেট করে। আরও জানতে initial অধ্যায় ভিজিট করুন।
- inherit - এই প্রোপার্টির ভ্যালু প্যারেন্ট এলিমেন্ট থেকে উত্তরাধিকার সূত্রে পায়। আরও জানতে inherit অধ্যায় ভিজিট করুন।
letter-spacing প্রোপার্টির ভ্যালু-সমুহের ব্যবহার দেখার জন্য স্ব-স্ব ভ্যালুতে ক্লিক করুন।