সিএসএস(৩) border-image-source প্রোপার্টি
ব্রাউজার সাপোর্ট
property | Google Chrome | Edge | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
border-image-source | ১৫.০ | ১১.০ | ১৫.০ | ৬.০ | ১৫.০ |
সংজ্ঞা ও ব্যবহার
border-image-source প্রোপার্টি বর্ডারে ব্যবহৃত ইমেজের লোকেসন নির্দেশ করে।
পরামর্শঃ
- যদি ভ্যালু "none" হয় বা ইমেজ প্রদর্শিত না হয়, তাহলে বর্ডার স্টাইল ব্যবহার করা যাবে।
- border-image প্রোপার্টি (এই প্রোপার্টি দ্বারা সহজেই সকল ইমেজের প্রোপার্টি নির্ধারন করা যায়)
Initial Value: | Inherited: | Animatable: |
---|---|---|
none | না | না। আরোও জানতে animatable অধ্যায় ভিজিট করুন। |
সিএসএস সিনট্যাক্স
border-image-source: none/image/initial/inherit
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<style>
#sattimg {
border: 15px solid transparent;
padding: 10px;
border-image-source: url(../cssref_examples/border_image.jpg);
border-image-slice: 30;
}
</style>
</head>
<body>
<h4> border-image-source প্রোপার্টি একটি এলিমেন্টের চারপাশে বর্ডার হিসেবে ব্যবহৃত হয়ঃ </h4>
<h4 id="sattimg">Hello World!</h4>
<h4> অরজিনাল ইমেজ এখানেঃ </h4><img src="../cssref_examples/border_image.jpg"width="224" height="162">
<h4><strong>নোটঃ</strong> ইন্টারনেট এক্সপ্লোরার ১০ এবং তার আগের ভার্সনগুলোতে border-image-source প্রোপার্টি সাপোর্ট করে না। </h4>
</body>
</html>
ফলাফল
জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স
object.style.borderImageSource="url(border-image2.jpg)"
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<style>
#para1 {
border: 15px solid transparent;
padding: 15px;
border-image: url(../cssref_examples/border_image.jpg);
border-image-slice: 30;
border-image-width: 20px;
border-image-repeat: round;
}
</style>
</head>
<body>
<p id="para1"> এই এলিমেন্টে এটি ইমেজ কে বর্ডার হিসেবে ব্যবহার করা হয়েছে </p>
<p> borderImageSource প্রোপার্টির ভ্যালু পরিবর্তন করতে "পরিবর্তন করি " বাটনে ক্লিক করুন।</p>
<button onclick="myFunction()">পরিবর্তন করি </button>
<script>
function myFunction() {
document.getElementById("para1").style.borderImageSource = "url(../cssref_examples/border-image2.jpg)";
}
</script>
<p><b>নোট:</b>
ইন্টারনেট এক্সপ্লোরার ১০ এবন তার আগের ভার্সনে border-image-width সাপোর্ট করে না </p>
<p> এখানে দুইটি ইমেজ ব্যবহার করা হয়েছে :</p>
<img src="../cssref_examples/border_image.jpg"width="224" height="162">
<img src="../cssref_examples/border-image2.jpg" width="224" height="162">
</body>
</html>
ফলাফল
border-image-source প্রোপার্টির ভ্যালু-সমূহ
- none - কোনো ইমেজ প্রদর্শন হবে না।
- image -ইমেজের বর্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে।
- initial - সিএসএস প্রোপার্টির ডিফল্ট ভ্যালু সেট করে। আরও জানতে initial অধ্যায় ভিজিট করুন।
- inherit -এই প্রোপার্টির ভ্যালু প্যারেন্ট এলিমেন্ট থেকে উত্তরাধিকার সূত্রে পায়। আরও জানতে inherit অধ্যায় ভিজিট করুন।