সিএসএস border-bottom-width প্রোপার্টি
ব্রাউজার সাপোর্ট
property | Google Chrome | Edge | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
border-bottom-width | ১.০ | ৪.০ | ১.০ | ১.০ | ৩.৫ |
সংজ্ঞা ও ব্যবহার
"border-bottom-width" প্রোপার্টিটি একটি বর্ডারের নিচের এলিমেন্টের প্রস্থ নির্ধারন করে।
পরামর্শঃ
- সবসময় "border-bottom-width" প্রোপার্টিটি বর্ডার স্টাইল প্রোপার্টির পূর্বে ঘোষণা করতে হয়।
Initial Value: | Inherited: | Animatable: |
---|---|---|
medium | না | না। আরোও জানতে animatable অধ্যায় ভিজিট করুন। animatableএর উদাহরণ |
সিএসএস সিনট্যাক্স
border-bottom-width: medium/thin/thick/length/initial/inherit;
বর্ডারের নিচের প্রস্থ নির্ধারণ:
উদাহরণঃ
<!DOCTYPE html>
<html>
<head>
<style>
p {
border-style: solid;
border-bottom-width: 15px;
}
</style>
</head>
<body>
<p><b>নোট:</b>শুধুমাত্র "border-bottom-width" প্রোপার্টি ব্যবহার করলে এটি কাজ করে না। "border-style" প্রোপার্টি ব্যবহার করে প্রথমে বর্ডার তৈরী করতে হবে।</p>
</body>
</html>
ফলাফল
জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স
object.style.borderBottomWidth="5px"
উদাহরণঃ
object.style.borderBottomWidth="5px" এর ব্যবহারঃ
<!DOCTYPE html>
<html>
<head>
<style>
#thisDiv {
border: 1px solid black;
width: 300px;
height: 300px;
}
</style>
</head>
<body>
<p>DIV এলিমেন্টেরborder-bottom-width পরিবর্তন করতে "চেষ্টা করি" বাটনে ক্লিক করুন:</p>
<button onclick="myFunction()">চেষ্টা করি </button>
<div id="thisDiv">
<h1> হ্যালো বাংলাদেশ</h1>
</div>
<script>
function myFunction() {
document.getElementById("thisDiv").style.borderBottomWidth = "5px";
}
</script>
</body>
</html>
ফলাফল
border-bottom-width প্রোপার্টির ভ্যালু-সমূহ
- medium - এটি ডিফল্টভাবে নিচের বর্ডারকে বুঝায় ।
- thin -নিচের একটি পাতলা বর্ডারকে বুঝায়।
- thick - নিচের একটি পুরু বর্ডারকে বুঝায়।
- length - বর্ডারের নিচের পুরুত্ব কতটুকু হবে আপনি তা নির্ধারন করে দিতে পারেন।
- initial - সিএসএস প্রোপার্টির ডিফল্ট ভ্যালু সেট করে। আরও জানতে initial অধ্যায় ভিজিট করুন।
- inherit - এই প্রোপার্টির ভ্যালু প্যারেন্ট এলিমেন্ট থেকে উত্তরাধিকার সূত্রে পায়। আরও জানতে inherit অধ্যায় ভিজিট করুন।
border-bottom-width প্রোপার্টির ভ্যালু-সমুহের ব্যবহার দেখার জন্য স্ব-স্ব ভ্যালুতে ক্লিক করুন।