সিএসএস animation-delay প্রোপার্টি
ব্রাউজার সাপোর্ট
property | Google Chrome | Edge | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
animation-delay | ৪৩.০ ৪.০ -webkit- |
১০.০ | ১৬.০ ৫.০ -moz- |
৯.০ ৪.০ -webkit- |
৩০.০ ১৫.০ -webkit- ১২.০ -o- |
সংজ্ঞা ও ব্যবহার
একটি এনিমেশন শুরুর করার পূর্বে কতটুকু সময় বিলম্ব করবে হয় তাকে নির্দিষ্ট করার জন্য animation-delay property ব্যবহার করা হয়।
পরামর্শঃ
- animation-delay ভ্যালু কে সেকেন্ড অথবা মিলিসেকেন্ড দ্বারা নির্ধারন করা হয়।
Initial Value: | Inherited: | Animatable: |
---|---|---|
strech | না | না। আরোও জানতে animatable অধ্যায় ভিজিট করুন। |
সিএসএস সিনট্যাক্স
animation-delay: time/initial/inherit;
উদাহরণ
নিচের উদাহরণে দুই সেকেন্ড অপেক্ষা করার পর, এনিমেশনটি শুরু হবে :
<!DOCTYPE html>
<html>
<head>
<style>
div {
width: 100px;
height: 100px;
background: red;
position: relative;
-webkit-animation: mymove 5s infinite; /* Chrome, Safari, Opera */
-webkit-animation-delay: 2s; /* Chrome, Safari, Opera */
animation: mymove 5s infinite;
animation-delay: 2s;
}
/* Chrome, Safari, Opera */
@-webkit-keyframes mymove {
from {left: 0px;}
to {left: 200px;}
}
@keyframes mymove {
from {left: 0px;}
to {left: 200px;}
}
</style>
</head>
<body>
<p><strong>নোটঃ </strong> animation-delay প্রোপার্টি ইন্টারনেট এক্সপ্লোরার(৯) এবং তার আগের ভার্সনে সাপোর্ট করে না। </p>
<div></div>
</body>
</html>
ফলাফল
জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স
object.style.animationDelay="1s"
উদাহরণ
object.style.animationDelay="1s" এর ব্যবহারঃ
<!DOCTYPE html>
<html>
<head>
<style>
div {
width: 100px;
height: 100px;
background: red;
position: relative;
-webkit-animation: mymove 5s infinite; /* Chrome, Safari, Opera */
-webkit-animation-delay: 10s; /* Chrome, Safari, Opera */
animation: mymove 5s infinite;
animation-delay: 10s;
}
/* Chrome, Safari, Opera */
@-webkit-keyframes mymove {
from {left: 0px;}
to {left: 200px;}
}
@keyframes mymove {
from {left: 0px;}
to {left: 200px;}
}
</style>
</head>
<body>
<p>এই এনিমেশন পেজ লোডিং শেষ হওয়ার ১০ সেকেন্ড পর শুরু হবে। </p>
<p> "উদাহরণ দেখুন" বাটনে ক্লিক করে এনিমেশনের বিলম্ব ৩ সেকেন্ড কমাতে পারেন। </p>
<button onclick="myFunction()">উদাহরণ দেখুন</button>
<script>
function myFunction() {
document.getElementById("myDIV").style.WebkitAnimationDelay = "3s"; // Code for Chrome, Safari, and Opera
document.getElementById("myDIV").style.animationDelay = "3s";
}
</script>
<p> মনে রাখবেন আপনি যখন বাটনে ক্লিক করবেন তখন থেকে সময় শুরু হবে না,
যখন পেজ লোডিং শেষ হবে তখন হিসাব শুরু হবে। </p>
<p><strong>নোটঃ </strong> animationDelay প্রোপার্টি বর্তমানে শুধুমাত্র ফায়ারফক্সে সাপোর্ট করে।</p>
<div id="myDIV"></div>
</body>
</html>
ফলাফল
animation-delay প্রোপার্টির ভ্যালু-সমূহ
- time -ঐচ্ছিক । এনিমেশন শুরু হওয়ার পুর্বে কত সেকেন্ড বা কত মিলিসেকেন্ড কত অপেক্ষা করতে হবে তা নির্ধারন করা হয় । ডিফল্ট ভ্যালু 0। নেগেটিভ ভ্যালু গ্রহণযোগ্য।
- initial - সিএসএস প্রোপার্টির ডিফল্ট ভ্যালু সেট করে। আরও জানতে initial অধ্যায় ভিজিট করুন।
- inherit - এই প্রোপার্টির ভ্যালু প্যারেন্ট এলিমেন্ট থেকে উত্তরাধিকার সূত্রে পায়। আরও জানতে inherit অধ্যায় ভিজিট করুন।
animation-delay প্রোপার্টির ভ্যালু-সমুহের ব্যবহার দেখার জন্য স্ব-স্ব ভ্যালুতে ক্লিক করুন।