সিএসএস(৩) hanging-punctuation প্রোপার্টি
ব্রাউজার সাপোর্ট
property | Google Chrome | Edge | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
hanging-punctuation | সাপোর্ট করে না | সাপোর্ট করে না | সাপোর্ট করে না | সাপোর্ট করে না | সাপোর্ট করে না |
সংজ্ঞা ও ব্যবহার
hanging-punctuation প্রোপার্টি লাইন বক্সের বাইরে একটি লেখার পূর্ণ লাইনের শুরুতে অথবা শেষে কোথায় যতিচিহ্ন দিতে হবে তা নির্ধারন করে।
Initial Value: | Inherited: | Animatable: |
---|---|---|
none | হ্যাঁ | না। আরোও জানতে animatable অধ্যায় ভিজিট করুন। |
সিএসএস সিনট্যাক্স
hanging-punctuation: none/first/last/allow-end/force-end/initial/inherit;
<p> এলিমেন্টের প্রথম লাইনের শুরুর কিনারায় যতিচিহ্ন দেয়া হবেঃ
p{
hanging-punctuation: first;
}
জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স
object.style.hangingPunctuation="first"
hanging-punctuation প্রোপার্টির ভ্যালু-সমূহ
- none - লাইন বক্সের বাইরে একটি পূর্ণ লাইনের লেখার শুরুতে অথবা শেষে কোনো যতিচিহ্ন নাও বসতে পারে।
- first -প্রথম লাইনের বাইরে শুরুর কিনারায় যতিচিহ্ন লেগে(hang) থাকতে পারে।
- last -প্রথম লাইনের বাইরে শেষের কিনারায় যতিচিহ্ন লেগে(hang) থাকতে পারে।
- allow-end -যদি যতিচিহ্ন ফিট না হয় অথবা এটি justification করা না যায়। সব লাইনের বাইরের কিনারায় যতিচিহ্ন লেগে থাকতে পারে।
- force-end - সব লাইনের শেষে বাইরের কিনারায় যতিচিহ্ন লেগে থাকতে পারে। যদি লাইনের justification সক্রিয় থাকে তখন যতিচিহ্ন লেগে(hang) থাকার জন্য force করবে।
- initial - সিএসএস প্রোপার্টির ডিফল্ট ভ্যালু সেট করে। আরও জানতে initial অধ্যায় ভিজিট করুন।
- inherit - এই প্রোপার্টির ভ্যালু প্যারেন্ট এলিমেন্ট থেকে উত্তরাধিকার সূত্রে পায়। আরও জানতে inherit অধ্যায় ভিজিট করুন।