সিএসএস vertical-align প্রোপার্টি
ব্রাউজার সাপোর্ট
property | Google Chrome | Edge | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
vertical-align | ১.০ | ৪.০ | ১.০ | ১.০ | ৪.০ |
সংজ্ঞা ও ব্যবহার
একটি এলিমেন্ট কে অনুভূমিক ভাবে সাজানোর জন্য vertical-align প্রোপার্টি ব্যবহার করা হয়।
Initial Value: | Inherited: | Animatable: |
---|---|---|
baseline | না | হ্যাঁ । আরোও জানতে animatable অধ্যায় ভিজিট করুন। animatableএর উদাহরণ |
সিএসএস সিনট্যাক্স
vertical-align: baseline/length/sub/super/top/text-top/middle/bottom/text-bottom/initial/inherit;
অনুভূমিকভাবে ইমেজ সাজানোঃ
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>সিএসএস রেফারেন্স উদাহরণ</title>
<style>
img.top {
vertical-align: text-top;
}
img.bottom {
vertical-align: text-bottom;
}
</style>
</head>
<body>
<p> ডিফল্ট <img src="../../images/sattacademy.jpg" alt="স্যাট একাডেমী"
width="270" height="50" /> এ্যালাইনমেন্ট সহ একটি ইমেজ। </p>
<p> text-top <img class="top" src="../../images/sattacademy.jpg" alt="স্যাট একাডেমী"
width="270" height="50" /> এ্যালাইনমেন্ট সহ একটি ইমেজ। </p>
<p> text-bottom <img class="bottom" src="../../images/sattacademy.jpg"
alt="স্যাট একাডেমী" width="270" height="50" /> এ্যালাইনমেন্ট সহ একটি ইমেজ। </p>
</body>
</html>
ফলাফল
জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স
object.style.verticalAlign="top"
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
</head>
<body>
<p><img id="img" src="../../images/satttt.jpg" width="40" height="40"> ইমেজ এলিমেন্টের vertical-align প্রোপার্টি পরিবর্তন
করার জন্য "ক্লিক করি" বাটনে ক্লিক করুন: </p>
<button onclick="myFunction()">ক্লিক করি</button>
<script>
function myFunction() {
document.getElementById("img").style.verticalAlign = "top";
}
</script>
</body>
</html>
ফলাফল
vertical-align প্রোপার্টির ভ্যালু-সমূহ
- baseline - এটি ডিফল্ট ভ্যালু। এটি প্যারেন্ট এলিমেন্টের বেইসলাইনের সাথে এলিমেন্টের বেইসলাইনকে সাজায়।
- length - নির্দিষ্ট দৈর্ঘ্যের মাধ্যমে একটি এলিমেন্টকে বৃদ্ধি বা হ্রাস করে।
- % - line-height প্রোপার্টির একটি এলিমেন্টকে শতকরায় বৃদ্ধি বা হ্রাস করে। ঋনাত্মক ভ্যালু গ্রহনযোগ্য।
- sub - যদি এলিমেন্ট subscript হয় তাহলে এলিমেন্টকে সাজায়।
- super -যদি এলিমেন্ট superscript হয় তাহলে এলিমেন্টকে সাজায়।
- top -সবচেয়ে বড় এলিমেন্টের উপরে সাজানো।
- text-top - প্যারেন্ট এলিমেন্টের ফন্টের উপর অন্য একটি এলিমেন্ট কে সাজানো ।
- middle -প্যারেন্ট এলিমেন্টের মাঝখানে এলিমেন্টকে সাজানো ।
- initial - সিএসএস প্রোপার্টির ডিফল্ট ভ্যালু সেট করে। আরও জানতে initial অধ্যায় ভিজিট করুন।
- inherit - এই প্রোপার্টির ভ্যালু প্যারেন্ট এলিমেন্ট থেকে উত্তরাধিকার সূত্রে পায়। আরও জানতে inherit অধ্যায় ভিজিট করুন।
vertical-align প্রোপার্টির ভ্যালু-সমুহের ব্যবহার দেখার জন্য স্ব-স্ব ভ্যালুতে ক্লিক করুন।