সিএসএস(৩) box-sizing প্রোপার্টি
ব্রাউজার সাপোর্ট
property | Google Chrome | Edge | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
box-sizing | ১০.০ ৪.০ -webkit- |
৮.০ | ২৯.০ ২.০ -moz- |
৫.১ ৩.২ -webkit- |
৯.৫ |
সংজ্ঞা ও ব্যবহার
আকার (প্রস্থ এবং উচ্চতা) নির্ধারন করার জন্য box-sizing প্রোপার্টি ব্যবহার হয়।
border-box এর সাথে যুক্ত করা দরকার আছে? অথবা শুধুমাত্র content-box (যা width এবং height প্রোপার্টির ডিফল্ট ভ্যালু)
Initial Value: | Inherited: | Animatable: |
---|---|---|
content-box | না | না। আরোও জানতে animatable অধ্যায় ভিজিট করুন। |
সিএসএস সিনট্যাক্স
box-sizing: content-box/border-box/initial/inherit;
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<style>
.BOX1 {
width: 350px;
height: 150px;
border: 3px solid green;
}
.BOX2 {
width: 350px;
height: 150px;
padding: 50px;
border: 3px solid darkblue;
}
.BOX3 {
width: 350px;
height: 150px;
border: 3px solid darkred;
box-sizing: border-box;
}
.BOX4 {
width: 350px;
height: 150px;
padding: 50px;
border: 3px solid darkmagenta;
box-sizing: border-box;
}
</style>
</head>
<body>
<h2>box-sizing র্প্রোপার্টির ব্যবহার </h2>
<div class="BOX1">এই div টিতে box-sizing র্প্রোপার্টি ব্যবহৃত হয়নি (এর width 300px এবং height 100px)।</div>
<br>
<div class="BOX2">এটি একটি বড় সাইজের div যেখানে box-sizing র্প্রোপার্টি ব্যবহার করা হয়নি (এর width 300px এবং height 100px)।</div>
<h2>এখানে দুইটি div ই একই সাইজের!</h2>
<div class="BOX3">স্যাট একাডেমী</div>
<br>
<div class="BOX4">স্যাট একাডেমী</div>
</body>
</html>
ফলাফল
জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স
object.style.boxSizing="border-box"
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<style>
div.container {
width: 400px;
border: 1px solid;
}
.div {
width: 200px;
border: 3px solid blueviolet;
float: left;
padding: 10px;
}
</style>
</head>
<body>
<div class="container">
<div class="div" id="div1">স্যাট একাডেমী</div>
<div class="div" id="div2">স্যাট একাডেমী</div>
<div style="clear:both;"></div>
</div>
>
<p> দুইটি ২০০ পিক্সেল div একটি ৪০০ পিক্সেল div এর মধ্যে আছে ।
borders এব padding কারণে, দুইটি বক্স ২০০ পিক্সেলের চেয়ে বেশি জায়গা দখল করে ।
box-sizing প্রোপ্রাটি থেকে "border-box" ব্যবহার করলে এই সমস্যাটির সমাধান হতে পারে।</p>
<p> দুইটি বক্সের box-sizing প্রোপ্রাটি থেকে "border-box" এ পরিবর্তিত করার জন্য "পরিবর্তন করি" ক্লিক করি:</p>
<button onclick="myFunction()">পরিবর্তন করি</button>
<script>
function myFunction() {
document.getElementById("div1").style.MozBoxSizing = "border-box"; // Code for Firefox
document.getElementById("div2").style.MozBoxSizing = "border-box"; // Code for Firefox
document.getElementById("div1").style.boxSizing = "border-box";
document.getElementById("div2").style.boxSizing = "border-box";
}
</script>
</body>
</html>
ফলাফল
আরো উদাহরণ
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<style>
div.container {
width:400px;
border: 18px solid lightpink;
}
.div {
box-sizing: border-box;
width: 200px;
border: 18px solid lightgreen;
float: left;
}
</style>
</head>
<body>
<div class="container">
<div class="div">এই div বামে অর্ধেক দখল করছে। </div>
<div class="div">এই div ডানে অর্ধেক দখল করছে।</div>
<div style="clear:both;"></div>
</div>
</body>
</html>
ফলাফল
box-sizing প্রোপার্টির ভ্যালু-সমূহ
- content-box - width এবং height প্রোপার্টি। শুধুমাত্র কন্টেন্ট যুক্ত হয় কিন্তু বর্ডার, প্যাডিং অথবা মার্জিন যুক্ত হয় না।
- border-box -width and height প্রোপার্টি। সাথে কন্টেন্ট, প্যাডিং এবং বর্ডার আছে কিন্তু মার্জিন নেই।
- initial - সিএসএস প্রোপার্টির ডিফল্ট ভ্যালু সেট করে। আরও জানতে initial অধ্যায় ভিজিট করুন।
- inherit - এই প্রোপার্টির ভ্যালু প্যারেন্ট এলিমেন্ট থেকে উত্তরাধিকার সূত্রে পায়। আরও জানতে inherit অধ্যায় ভিজিট করুন।