সিএসএস table-layout প্রোপার্টি
ব্রাউজার সাপোর্ট
property | Google Chrome | Edge | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
table-layout | ১৪.০ | ৫.০ | ১.০ | ১.০ | ৭.০ |
সংজ্ঞা ও ব্যবহার
table-layout প্রোপার্টি টেবিল layout অ্যালগরিদম কে টেবিলে ব্যবহারের জন্য সেট করে।
Initial Value: | Inherited: | Animatable: |
---|---|---|
auto | না | না। আরোও জানতে animatable অধ্যায় ভিজিট করুন। |
সিএসএস সিনট্যাক্স
table-layout: auto/fixed/initial/inherit;
টেবিলে অ্যালগরিদম layout সেট করেঃ
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>css referance example</title>
</head>
<style>
table {
border-collapse: separate;
width: 100%;
border: 1px solid black;
}
td {
border: 1px solid black;
}
table.ex1 {
table-layout: auto;
}
table.ex2 {
table-layout: fixed;
}
</style>
<body>
<p>table-layout: auto:</p>
<table class="ex1">
<tr>
<td width="5%">১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০</td>
<td width="95%">১০০০০০০০</td>
</tr>
</table>
<p>table-layout: fixed:</p>
<table class="ex2">
<tr>
<td width="5%">১০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০</td>
<td width="95%">১০০০০০০০</td>
</tr>
</table>
</body>
</html>
ফলাফল
জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স
object.style.tableLayout="fixed"
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<head>
<title>css referance example</title>
<style>
table, td {
border: 1px solid black;
}
#myTable {
width: 100%;
}
</style>
</head>
<body>
<p> table-layout প্রোপ্রার্টির মান "fixed" দেখতে "ক্লিক করি" বাটনে চাপুন।</p>
<button onclick="myFunc()">ক্লিক করি</button>
<table id="myTable">
<tr>
<td>১০০০০০০০০০০০০০০০০০০</td>
<td>১০০০০০০০</td>
</tr>
<tr>
<td>আজিজুর </td>
<td>রহমান</td>
</tr>
<tr>
<td>তামিম</td>
<td>তাহমিদ</td>
</tr>
</table>
<script>
function myFunc() {
document.getElementById("myTable").style.tableLayout = "fixed";
}
</script>
</body>
</html>
ফলাফল
table-layout প্রোপার্টির ভ্যালু-সমূহ
- auto - এটি অটোমেটিক টেবিল layout অ্যালগরিদম (এটি ডিফল্ট)
- fixed - table layout অ্যালগরিদম ফিক্সড করে।
- initial - সিএসএস প্রোপার্টির ডিফল্ট ভ্যালু সেট করে। আরও জানতে initial অধ্যায় ভিজিট করুন।
- inherit - এই প্রোপার্টির ভ্যালু প্যারেন্ট এলিমেন্ট থেকে উত্তরাধিকার সূত্রে পায়। আরও জানতে inherit অধ্যায় ভিজিট করুন।
table-layout প্রোপার্টির ভ্যালু-সমুহের ব্যবহার দেখার জন্য স্ব-স্ব ভ্যালুতে ক্লিক করুন।