সিএসএস(৩) Animation প্রোপার্টি
ব্রাউজার সাপোর্ট
property | Google Chrome | Edge | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
animation: | ৪৩.০ ৪.০ -webkit- |
১০.০ | ১৬.০ ৫.০ -moz- |
৯.০ ৪.০ -webkit- |
৩০.০ ১৫.০ -webkit- ১২.০ -o- |
সংজ্ঞা এবং ব্যবহার
নিচের ৮টি এনিমেশন প্রোপার্টি কে সংক্ষিপ্ত আকারে একটি এনিমেশন প্রোপার্টি মাধ্যমে প্রকাশ করা যায়:
- animation-name
- animation-duration
- animation-timing-function
- animation-delay
- animation-iteration-count
- animation-direction
- animation-fill-mode
- animation-play-state
Initial Value: | Inherited: | Animatable: |
---|---|---|
strech | না | না। আরোও জানতে animatable অধ্যায় ভিজিট করুন। |
সিএসএস সিনট্যাক্স
animation: name duration timing-function delay iteration-count direction fill-mode play-state;
উদাহরণ
একটি <div> এলিমেন্টে এনিমেশন করার জন্য নিম্নের সংক্ষিপ্ত প্রোপার্টি ব্যবহার করি:
<!DOCTYPE html>
<html>
<head>
<style>
div {
width: 100px;
height: 100px;
background: red;
position: relative;
-webkit-animation: mymove 5s infinite; /* Chrome, Safari, Opera */
animation: mymove 5s infinite;
}
/* Chrome, Safari, Opera */
@-webkit-keyframes mymove {
from {left: 0px;}
to {left: 200px;}
}
@keyframes mymove {
from {left: 0px;}
to {left: 200px;}
}
</style>
</head>
<body>
<p><strong>নোটঃ</strong> এনিমেশন প্রোপার্টি ইন্টারনেট এক্সপ্লোরার(৯) এবং তার আগের ভার্সনে সাপোর্ট করে না। </p>
<div></div>
</body>
</html>
ফলাফল
জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স
object.style.animation="mymove 5s infinite"
উদাহরণ
object.style.animation="mymove 5s infinite"এর ব্যবহার
<!DOCTYPE html>
<html>
<head>
<style>
#myDIV {
width: 100px;
height: 100px;
background: red;
position: relative;
-webkit-animation: mymove 1s infinite; /* Chrome, Safari, Opera */
animation: mymove 1s infinite;
}
/* Chrome, Safari, Opera */
@-webkit-keyframes mymove {
from {left: 0px;}
to {left: 200px;}
}
/* Chrome, Safari, Opera */
@-webkit-keyframes mynewmove {
from {top: 0px;}
to {top: 200px;}
}
@keyframes mymove {
from {left: 0px;}
to {left: 200px;}
}
@keyframes mynewmove {
from {top: 0px;}
to {top: 200px;}
}
</style>
</head>
<body>
<p> "ক্লিক করুন" বাটনে ক্লিক করে এনিমেশন প্রোপার্টির ভ্যালু পরিবর্তন করুনঃ </p>
<button onclick="myFunction()">ক্লিক করুন</button>
<script>
function myFunction() {
document.getElementById("myDIV").style.WebkitAnimation = "mynewmove 4s 2"; // Code for Chrome, Safari and Opera
document.getElementById("myDIV").style.animation = "mynewmove 4s 2";
}
</script>
<p><strong>নোটঃ</strong> এনিমেশন প্রোপার্টি ইন্টারনেট এক্সপ্লোরার(৯) এবং তার আগের ভার্সনে সাপোর্ট করে না। </p>
<div id="myDIV"></div>
</body>
</html>
ফলাফল
animation প্রোপার্টির ভ্যালু-সমূহ
- animation-name -keyframe এর নাম কে নির্দেশ করে, যা আপনি সিলেক্টরে জুড়ে দিতে পারেন ।
- animation-duration - এনিমেশনের সম্পন্ন হতে কত সেকেন্ড অথবা কত মিলিসেকেন্ড সময় লাগে তা নির্দেশ করে।
- animation-timing-function - এনিমেশনের ঘূর্ণনের-গতিকে নির্দেশ করে।
- animation-delay -এনিমেশনের শুরু হওয়ার পূর্বে কত সময় বিলম্ব হবে নির্দেশ করে।
- animation-iteration-count - এনিমেশনটি কতবার চলবে তা নির্দেশ করে।
- animation-direction - এনিমেশন বিকল্প চক্রে চালু হবে কিনা তা নির্দেশ করে।
- animation-fill-mode -এনিমেশনের দ্বারা এক্সিকিউশনের সময়ের বাহিরে কি ভ্যালু প্রয়োগ করা হবে তা নির্দেশ করে ।
- animation-play-state -এনিমেশনের চালু অথবা স্থগিত হয়েছে কি না তা নির্দেশ করে।
- initial - সিএসএস প্রোপার্টির ডিফল্ট ভ্যালু সেট করে। আরও জানতে initial অধ্যায় ভিজিট করুন।
- inherit - এই প্রোপার্টির ভ্যালু প্যারেন্ট এলিমেন্ট থেকে উত্তরাধিকার সূত্রে পায়। আরও জানতে inherit অধ্যায় ভিজিট করুন।