ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি যুক্ত করা
এই অধ্যায়ে আমরা জানবো কিভাবে ওয়ার্ডপ্রেসে ক্যাটাগরি যুক্ত করা যায়। আপনার সাইটের সেকশন এবং সম্পর্কিত পোস্টগুলোকে গ্রুপ করার জন্যই মূলত ক্যাটাগরি ব্যবহৃত হয়। এটা গ্রুপ কন্টেন্টগুলোকে বিভিন্ন সেকশনে বিন্যাস করে। পোস্ট বিন্যাসের এটাই সবচেয়ে উপযোগী পদ্ধতি।
ক্যাটাগরি সেকশন এক্সেস করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন।
ধাপ ১: ওয়ার্ডপ্রেসে এর লেফট মেনুবার থেকে Posts -> Categories অপশনে ক্লিক করুন।
ধাপ ২: Categories পেজটি নিচের স্ক্রিনশট এর ন্যায় প্রদর্শিত হবে।
ক্যাটাগরি সেটিংস এর প্রতিটি ফিল্ড সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলোঃ
- Name: ক্যাটাগরির জন্য একটি ইউনিক নাম দিন।
- Slug: আপনার পোস্ট বর্ণনা করতে এক শব্দের একটি নাম পছন্দ করুন। এটা ট্যাগের URL এ নির্ধারন করা হয়।
- Parent: আপনি ড্রপডাউন থেকে প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট করে এই ক্যাটাগরিকে সাব-ক্যাটাগরি হিসেবে সেট করতে পারবেন। অথবা আপনি এটাকে None করেও রাখতে পারেন।
- Description: আপনার ক্যাটাগরির সংক্ষিপ্ত বর্ণনা যুক্ত করতে পারবেন। তবে এটা ঐচ্ছিক।
ধাপ ৩: ক্যাটাগরি সম্পর্কে সকল তথ্য পূরণ করার পর Add New Category বাটনে ক্লিক করুন।
ধাপ ৪: Add New Category বাটনে ক্লিক করার পর নতুন তৈরি ক্যাটাগরিটি নিচের স্ক্রিনের মত পেজের ডান পাশে প্রদর্শিত হবেে।