ওয়ার্ডপ্রেস উইজেট ম্যানেজমেন্ট
এই অধ্যায়ে আমরা ওয়ার্ডপ্রেস WIDGET MANAGEMENT সম্পর্কে জানবো। উইজেট হলো ছোট ছোট ব্লক যার মাধ্যমে আমরা নির্দিষ্ট কার্যাবলী সম্পাদন করতে পারি। এটার মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস থিমের গঠন এবং নকশা(Structure and Design) নিয়ন্ত্রন করতে পারি।
WIDGET এর কিছু বৈশিষ্ট্যঃ
- কন্টেন্ট এবং বৈশিষ্ট্য যুক্ত করতে সাহায্য করে।
- WIDGET এরিয়াতে সহজেই এগুলোকে ড্রাগ এবং ড্রপ(Drag and Drop) করা যায়।
- প্রত্যেক থিমের জন্য এগুলো ভিন্ন ভিন্ন হয়।
ধাপ ১: Appearance --> Widgets এ ক্লিক করুন।
ধাপ ২: এরপর নিম্নের পেজটি দেখাবে।
ধাপ ৩: উইজেট ড্রাগ করে Sidebar এ নিয়ে যান। আপনি কোনো widget এখানে যুক্ত করলে তা আপনার সাইটে দেখাবে।