ওয়ার্ডপ্রেস পোস্ট প্রিভিউ
এই অধ্যায়ে আমরা জানবো ওয়ার্ডপ্রেসে কিভাবে পোষ্ট Preview করতে হয়। Preview Post এর অর্থ হলো পেজ ভিজিটরদের কাছে প্রকাশিত হওয়ার পূর্বে এক নজর দেখে নেওয়া। আপনার তৈরি পেজ প্রকাশিত হওয়ার পূর্বে ওয়েবসাইটে কিভাবে প্রদর্শিত হবে এক নজর দেখা নেওয়া খুবই নিরাপদ। এক নজর দেখার পরে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পোস্ট এডিট বা পরিবর্তন করতে পারবেন।
নিচে ওয়ার্ডপ্রেস Preview Post এর সাধারন ধাপগুলো আলোচনা করা হলো।
ধাপ ১: ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে Posts --> All Posts এ ক্লিক করুন।
ধাপ ২: এই পেজে আপনি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পোস্ট Hello World পোস্টটি দেখতে পাবেন। আপনি যখন মাউস কার্সর post এর উপর নিয়ে যাবেন তখন পোস্ট এর নামের নিচে কিছু অপশন দেখতে পাবেন। নিচের স্ক্রিন অনুযায়ী View অপশনে ক্লিক করুন।
অথবা পোস্ট এডিট বা তৈরির সময় নিচের স্ক্রিন অনুযায়ী Preview বাটনে ক্লিক করেও আপনি সরাসরি আপনার পোস্ট এক নজর দেখতে পারবেন।
ধাপ ৩: সুতরাং আপনি আপনার তৈরি পোষ্ট এক নজর দেখতে চাইলে View অথবা Preview এ ক্লিক করুন।