লিংক যুক্ত করা
ওয়ার্ডপ্রেস পেইজে কিভাবে লিংক যুক্ত করতে হয় তা এই অধ্যায়ে শিখতে পারবেন। লিংক যুক্ত করার মাধ্যমে ব্লগ পোষ্ট থেকে অন্য পেইজে যেতে আপনাকে সহযোগিতা করবে।
ওয়ার্ডপ্রেসে লিংক যুক্ত করার জন্য নিচে কিছু ধাপ দেয়া হলোঃ
ধাপ (১):Pages -> All Pages এ ক্লিক করুন।
ধাপ (২):নিম্নোক্ত স্ক্রিনের মত ওয়ার্ডপ্রেসে পেইজের কিছু লিস্ট তৈরি করে। লিংকের ভিতর আপনি যেকোনো পেইজ বাছাই করতে পারেন। আমরা এখানে sample page পেইজে লিংক যুক্ত করবো।
ধাপ(৩):লিংক যুক্ত করার জন্য বাক্যের যেকোন একটি শব্দ বাছাই করুন। এখানে Satt Academy শব্দে আমরা লিংক করব।
ধাপ(৪):আপনি যখন Insert/Edit লিংক প্রতীকে ক্লিক করবেন তখন নিচের মত লেখা আসবে।
Insert/Edit লিংকে নিম্নোক্ত ফিল্ডগুলো আছে:
URL: ট্যাগের নাম লিখুন।
Link text: লিংকের মধ্যে লিংকের টেক্সট লিখুন।
Open link in a new window/tab: আপনার লিংক পেইজটি নতুন ট্যাবে অথবা নতুন উইন্ডোতে ওপেন করুন।
নির্দিষ্ট পেইজ অথবা পোষ্ট সেলেক্ট করার পর URL ফিল্ড আগের স্ক্রিনের মত দেখাবে।তারপর Add Link এ ক্লিক করুন।
ধাপ(৫): আপনি যখন Satt Academy শব্দটির উপর হোভার করবেন তখন নিচের স্ক্রিনের মত একটি টুলটিপ দেখাবে।