পেজ এডিট করা
এই অধ্যায়ে আমরা জানবো ওয়ার্ডপ্রেসে কিভাবে পেজ Edit করতে হয়।
নিচে ওয়ার্ডপ্রেস পেজ এডিট এর সাধারন ধাপগুলো চিত্রসহ দেখানো হলোঃ
ধাপ ১: ওয়ার্ডপ্রেসের লেফট মেনুবার থেকে Pages--> All Pages এ ক্লিক করুন।
ধাপ ২: এই পেজে আপনি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পেজ Sample Page পেজটি দেখতে পাবেন। আপনি যখন মাউস কার্সর Page এর উপর নিয়ে যাবেন তখন Page এর নামের নিচে কিছু অপশন দেখতে পাবেন। Edit এবং Quick Edit এই দুইটি পদ্ধতিতে পেজ এডিট করা যায়।
Edit: নিচের স্ক্রিন অনুযায়ী Sample Page এর Edit অপশনে ক্লিক করুন।
আপনি চাইলে পেজের কন্টেন্ট এবং টাইটেল এডিট বা পরিবর্তন করতে পারবেন এবং পরিবর্তন শেষে নিচের স্ক্রিন অনুযায়ী Update বাটনে ক্লিক করুন।
Quick Edit: নিচের স্ক্রিনশট অনুযায়ী Sample Page এর Quick Edit অপশনে ক্লিক করুন।
এখানে আপনি পেজের title, slag এবং date এডিট করতে পারবেন। এছাড়া আপনার পেজের জন্য প্যারেনটও সিলেক্ট করতে পারবেন যা নিচের স্ক্রিনশটে দেখানো হলো। পরিশেষে পেজ এডিট নিশ্চিত করার জন্য Update বাটনে ক্লিক করুন। ।