ওয়ার্ডপ্রেস ব্যাকগ্রাউন্ড
এই অধ্যায়ে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড অপাসিটি সম্পর্কে জানবো।
ধাপ ১: ড্যাশবোর্ড থেকে Appearance -> Background এ ক্লিক করুন।
ধাপ ২: Background Image সেকশন সিলেক্ট করলে নিম্নের ছবির মত পেজ দেখাবে।
ধাপ ৩: ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তনের জন্য উপরের ছবিতে প্রতীয়মান Select Image বাটনে ক্লিক করুন। এরপর নিম্নের পেইজটি দেখাবে।
ইমেজ আপলোড করার জন্য দুটি অপশন রয়েছে। যথাঃ
ধাপ ৪: Upload Files-- Upload Files এ ক্লিক করলে নিম্নের স্ক্রিনটি দেখাবে। এরপরে Select Files এ ক্লিক করে আপনার ডেস্কটপ থেকে পছন্দমত একটি ইমেজ সিলেক্ট করুন। পরিশেষে Choose Image বাটনে ক্লিক করুন।
ধাপ ৫: Media Library-- Media Library তে ক্লিক করলে নিম্নের পেজটি দেখাবে। আপনি যে ফাইল(ইমেজ)গুলো আপলোড করেন সেগুলো Media Library তে জমা হয়। । ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করার জন্য আপনি এখান থেকে যেকোন একটি ছবি সিলেক্ট করতে পারবেন।
ইমেজ সিলেক্ট করার পর নিম্নের অপশনগুলো দেখাবে।
- Edit Image: উপরের ছবিতে প্রদর্শিত Edit Image বাটনে ক্লিক করলে অন্য একটি পেজে নিয়ে যাবে যেখানে আপনি ইমেজের সাইজ, ডাইমেনশন, ইমেজ Crop এবং thumbnail সেট করেত পারবেন। প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে নিম্নের স্ক্রিনশটের মত প্রথমে Save বাটনে ক্লিক করুন। এরপর Update বাটনে ক্লিক করুন।
- Delete Permanently: Media Library থেকে চিরস্থায়ীভাবে ইমেজ ডিলেট করার জন্য এই বাটনে ক্লিক করুন।
- URL: এই বক্সে ইমেজের URL প্রদান করুন।
- Title: এখান থেকে আপনি ইমেজের টাইটেল পরিবর্তন করতে পারবেন।
- Caption: এই সেকশনে আপনি ইমেজ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দিতে পারবেন।
- Alt text: এখানে ইমেজের জন্য বিকল্প(alternative) টেক্সট প্রদান করুন যেন ইউজাররা এই নাম ধরে সার্স ইঞ্জিন থেকে ইমেজ সার্স করতে পারে।
- Description: এই সেকশনে আপনি ইমেজ সম্পর্কে সামান্য বর্ণনা দিতে পারবেন।