ভার্সন আপডেট
এই অধ্যায়ে আমরা জানবো কিভাবে ওয়ার্ডপ্রেস এর ভার্সন আপডেট করা যায়। এডমিন প্যানেল এর মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসকে আপডেট করবো।
ওয়ার্ডপ্রেস ভার্সন আপডেট করার জন্য নিম্নে কিছু সহজ পদক্ষেপ দেখানো হলো-
ধাপ ১: নিম্নের স্ন্যাপশট অনুযায়ী Please Update Now বাটনে ক্লিক করুন।
ওয়ার্ডপ্রেসের নতুন কোনো ভার্সন বাজারে আসলে ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেলে নোটিফিকেশন আসবে। আপডেট করার পূর্বে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ব্যাকআপ নিন।
ধাপ ২: আপডেট লিঙ্কে ক্লিক করলে নিম্নের পেইজটি প্রদর্শিত হবে, Update Now বাটনে ক্লিক করুন।
ধাপ ৩: ওয়ার্ডপ্রেস আপডেট হওয়ার সময় নিম্নের পেইজটি প্রদর্শিত হবে।
আপডেট এর সময় যদি নিম্নের এরর ম্যাসেজ আসে
Fatal error: Maximum execution time of 30 seconds exceeded in C:\your wordpress folder\wp-includes\class-http.php on line 1597
তাহলে এই ধাপসমূহ অনুসরণ করুন
- আপনার WordPress folder → wp-includes ফোল্ডারটি ওপেন করুন
- class-http.php ফাইলটি ওপেন করুন এবং ফাইলের একেবারে শুরতেই set_time_limit (0); লাইনটি যোগ করুন।
- ফাইলটি সংরক্ষন(save) করুন।