ওয়ার্ডপ্রেস পোস্ট ডিলেট
এই অধ্যায়ে আমরা জানবো ওয়ার্ডপ্রেসে কিভাবে পোস্ট ডিলেট করতে হয়।
নিচে ওয়ার্ডপ্রেস Post ডিলেট এর সাধারন ধাপগুলো আলোচনা করা হলো।
ধাপ ১: ওয়ার্ডপ্রেসের লেফট মেনুবার থেকে Posts --> All Post এ ক্লিক করুন।
ধাপ ২: Add Posts অধ্যায়ে তৈরি করা NewPost পোস্টটি আপনি ডিলেট করতে পারেন। এখানে NewPost এর উপর মাউস কার্সর নিলে কিছু অপশন দেখতে পাবেন। Trash অপশনে ক্লিক করলে পোষ্টটি ডিলেট হয়ে যাবে।