ওয়ার্ডপ্রেস পোস্ট যুক্ত করা
এই অধ্যায়ে আমরা জানবো ওয়ার্ডপ্রেসে কিভাবে পোস্ট যুক্ত করা যায়। পোস্ট আমাদের কাছে আর্টিকেল হিসাবেও বেশ পরিচিত। পোস্টকে আবার কখনো কখনো ব্লগ বা ব্লগ পোস্টও বলা হয়। আপনার ব্লগকে জনপ্রিয় করার জন্যই মূলত এগুলো ব্যবহৃত হয়।
নিচে ওয়ার্ডপ্রেস Post এর সাধারন ধাপগুলো আলোচনা করা হলো।
ধাপ ১: ওয়ার্ডপ্রেসের লেফট মেনুবার থেকে Posts ->Add New তে ক্লিক করুন।
ধাপ ২: পোস্ট এর এডিটর পেজটি দেখতে নিচের স্ক্রিনের মত। আপনার পোস্টের প্রকৃত কন্টেন্ট যুক্ত করার জন্য আপনি ওয়ার্ডপ্রেস WYSIWYG এডিটর ব্যবহার করতে পারেন। WYSIWYG এডিটর সম্মন্ধে আরও জানতে Add পেইজ অধ্যায় ভিজিট করুন
Add Posts এর এডিট পেজের ফিল্ডগুলো নিচে আলোচনা করা হলো।
- Post Title: আপনার পোস্টের টাইটেল প্রদান করুন।
- Post Content: আপনার পোস্টের কন্টেন্ট প্রদান করুন।
ধাপ ৩: সংশ্লিষ্ট পোস্টটি প্রকাশ করার জন্য Publish বাটনে ক্লিক করুন।
Publish সেকশন এর অন্যান্য অপশনগুলো নিচে আলোচনা করা হলোঃ
- Save Draft: এটা ড্রাফট হিসাবে পোস্ট সংরক্ষন করে।
- Preview: আপনার পোস্ট প্রকাশ করার আগে প্রিভিউ করতে পারবেন।
- Move to Trash: পোস্ট Delete হয়ে যাবে।
- Status: পোস্ট এর স্ট্যাটাস পরিবর্তন করতে পারবেন। যেমন- Published, Pending or Reviewer Draft.
- Visibility: পোস্টকে পাবলিক, প্রাইভেট বা পাসওয়ার্ড সুরক্ষিত রাখার জন্য ভিজিবিলিটি পরিবর্তন করতে পারবেন।
- Published: প্রকাশিত পোস্টের তারিখ এবং সময় পরিবর্তন করতে পারবেন।