ওয়ার্ডপ্রেসে পোস্ট পাবলিশ করা
এই অধ্যায়ে আমরা জানবো ওয়ার্ডপ্রেসে কিভাবে পোষ্ট প্রকাশ(Publish) করতে হয়। প্রকাশ করার অর্থ হলো আপনার লেখা পোস্ট প্রত্যেক ইউজার এর জন্য উন্মুক্ত করা যেন তারা পোস্টটি দেখতে পাই। ওয়ার্ডপ্রেসে পোস্ট প্রকাশের ধাপগুলো খুবই সাধারণ।
ওয়ার্ডপ্রেসে পোষ্ট প্রকাশ(Publish) করার ধাপগুলো নিচে চিত্রের সাহায্যে দেখানো হলোঃ
ধাপ ১: ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে Posts ->Add New এ ক্লিক করুন।
ধাপ ২: পোস্ট লেখার জন্য আপনি নিচের স্ক্রিনশটের মত একটি এডিটর পেজ পাবেন। আপনার পোস্ট এর কন্টেন্ট সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনি ওয়ার্ডপ্রেস WYSIWYG এডিটর ব্যবহার করতে পারবেন।
ধাপ ৩: পরিশেষে Publish বাটনে ক্লিক করে আপনার লেখা পোষ্টটি প্রকাশ(Publish) করতে পারেন। প্রকাশিত পোস্টটি ইউজারদের জন্য উন্মুক্ত হবে।