ওয়ার্ডপ্রস মিডিয়া লাইব্রেরী
এই অধ্যায়ে আমরা ওয়ার্ডপ্রেস Media Libray সম্পর্কে জানবো। ছবি, অডিও, ভিডিও এবং ফাইল ইত্যাদির সমন্বয়ে Media Libray গঠিত হয়। পোস্ট বা পেজের কন্টেন্ট লেখার সময় আপনি এগুলো যুক্ত এবং নতুন মিডিয়া ফাইল আপলোডও করতে পারবেন। আপনি এখানে মিডিয়া সম্পর্কিত সব কিছুই দেখতে, এডিট করতে এবং যুক্ত করতে পারবেন অথবা আপনার প্রয়োজন না হলে আপনি এগুলো ডিলেটও করতে পারবেন।
মিডিয়া লাইব্রেরী সম্পর্কে আরও স্পষ্ট হতে নিচের ধাপগুলো লক্ষ্য করুনঃ
ধাপ ১: ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে Media-->library তে ক্লিক করুন।
ধাপ ২: এই পেজে আপনি মিডিয়া ফাইল দেখতে পাবেন। যেমন- ছবি, অডিও, ভিডিও ইত্যাদি। add new বাটনে ক্লিক করুন।
ধাপ ৩: মিডিয়া আপলোড করার জন্য একটি নতুন পেজ আসবে। পরবর্তী অধ্যায়ে মিডিয়া ফাইল যুক্ত করা সম্মন্ধে আলোচনা করা হয়েছে।
আপনি নিচের স্ক্রিনশট এর মত পেজের উপরের দিকে একটি বার দেখতে পাবেন যেখানে প্রদর্শিত ট্যাবগুলোর বিভিন্ন ফাংশন রয়েছে। নিন্মে এগুলো আলোচনা করা হলোঃ
List View: লিস্ট আকারে ছবি এবং ভিডিও প্রদর্শিত হবে।
Filter the images and videos: ছবি এবং ভিডিও ফিল্টার করা যাবে।
Search Box: সার্স বক্সে নাম প্রদান করে নির্দিষ্ট ছবি খুঁজে বের করতে সাহায্য করে।