ওয়ার্ডপ্রেসে ব্যবহারকারি যুক্ত করা
এই অধ্যায়ে আমরা জানবো ওয়ার্ডপ্রেস ব্লগ বা ওয়েবসাইটে কিভাবে ব্যবহারকারী যুক্ত করা যায়। যখন ব্যবহারকারী ওয়ার্ডপ্রেস ব্লগ বা ওয়েবসাইটে রেজিস্টার করে, তখন আপনি একটি ই-মেইল নোটিফিকেশন পাবেন। যাতে আপনি নতুন ইউজার রেজিস্ট্রেশন সম্পর্কে জানতে পারেন এবং ব্যবহারকারীর ভূমিকা নির্ধারন করতে পারেন।
ওয়ার্ডপ্রেসে নিম্নের ধাপ অবলম্বন করে ব্যবহারকারী তৈরি করুন।
ধাপ ১: ক্লিক Users --> Add New
ধাপ ২: আপনি Add NeW User পেইজে ব্যবহারকারীর তথ্য দিতে পারবেন। সকল রিকুয়ার্ড ফিল্ড পূরন করুন( নিম্নের ছবির মত )।
- Username ( required ): ইউনিক username দিন, যেটা আপনি ওয়েবসাইটে দেখতে চান।
- E-mail ( required ): বৈধ ই-মেইল দিন। ব্যবহারকারী এই ই-মেইলের মাধ্যমে সাইট হতে নোটিফিকেশন গ্রহন করবে।
- First Name: ব্যবহারকারীর প্রথম নাম দিন।
- Last Name: ব্যবহারকারীর শেষ নাম দিন।
- Website: ব্যবহারকারীর ওয়েবসাইটের URL দিন।
- Password ( required): পাসওয়ার্ড দিন।
- Repeat Password (required): পুনরায় একই পাসওয়ার্ড দিন।
- Send Password: ই-মেইল চেকবক্সের মাধ্যমে ব্যবহারকারীর কাছে পাসওয়ার্ড প্রেরন করুন। ব্যবহারকারী নতুন পাসওয়ার্ডসহ একটি ই-মেইল গ্রহন করবে।
- Role: ড্রপডাউন থেকে নির্দিষ্ট ভূমিকা সিলেক্ট করুন। যেমন- Subscriber, Contributor, Author, Editor or Administrator.
ইউজার লিস্টে নতুন ইউজার যুক্ত করতে Add New User বাটনে ক্লিক করুন।
ধাপ ৩: ইউজার যুক্ত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আপনি ইউজার লিস্ট দেখতে পারেন। নিম্নের ছবির মতো New User Created মেসেজ দেখাবে।