স্পাম PROTECTION
এই অধ্যায়ে আমরা জানবো কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা ব্লগকে স্পাম(Spam) হতে সুরক্ষিত রাখা যায়। স্পাম থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি ওয়ার্ডপ্রেস এর লেটেস্ট স্ক্রিপ্ট/ভার্সন ব্যবহার করছেন কিনা নিশ্চিত থাকুন।
স্প্যাম থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়তি সুবিধা হিসাবে ওয়ার্ডপ্রেস ইনস্টলের সময়ই এন্টিস্পাম হিসাবে Akismet যুক্ত থাকে।
এন্টিস্প্যাম Akismet এক্টিভ করতে আপনার ওয়ার্ডপ্রেস API Key এর প্রয়োজন হবে। API কী এর জন্য আপনাকে ওয়ার্ডপ্রেস এর অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে তারা API কী আপনার মেইল বক্সে পাঠিয়ে দিবে।
আপনার ওয়েবসাইট বা ব্লগে Akismet Spam Protection প্লাগইনটি সক্রিয় করতে নিম্নের ধাপসমূহ অনুসরণ করুনঃ
ধাপ ১: আপনার ওয়ার্ডপ্রেস admin area --> Plugins --> Installed এ যান। তাহলে নিম্নের পেইজটি প্রদর্শিত হবে।
ধাপ ২: নিম্নের স্ক্রিন অনুসারে Activate বাটনে ক্লিক করুন।
ধাপ ৩: Akismet প্লাগইনটি এক্টিভ হবে এবং নিম্নের স্ন্যাপশট অনুযায়ী Activate your Akismet account বাটনে ক্লিক করুন।
ধাপ ৪: নতুন API Key পেতে নিম্নের ছবি অনুসারে Get your API key বাটনে ক্লিক করুন অথবা ইতোপূর্বেই যদি আপনার কাছে API Key বিদ্যমান থাকে তাহলে ম্যানুয়ালি প্রদান করুন।
ধাপ ৫: আপনার কাছে যদি পুর্বে থেকে API Key না থাকে তাহলে পরবর্তী ধাপে যাওয়ার জন্য GET AN AKISMET API KEY বাটনে ক্লিক করুন।
ধাপ ৬: নিচের স্ন্যাপশট অনুযায়ী আবশ্যক ফিল্ডসমূহ পূরন করে Sign up বাটনে ক্লিক করুন।
ধাপ ৭: আপনি যখন সাইনআপ প্রক্রিয়াটি সম্পন্ন করবেন তখন আপনার রেজিস্ট্রার্ড ই-মেইলে একটি API key পাবেন। নিম্নের ছবি অনুযায়ী ম্যানুয়ালি API key প্রদান করুন এবং Use this key বাটনে ক্লিক করুন।
ধাপ ৮: আপনি যদি সঠিক API key প্রদান করেন তাহলে এটি ভেরিফাইড হবে এবং নিম্নের ছবির মত একটি কনফার্মেশন মেসেজ পাবেন।
ধাপ ৯: এখন আপনার ওয়েবসাইট/ব্লগ Akismet দ্বারা সুরক্ষিত। আপনি আপনার ব্লগ কমেন্ট স্প্যাম কিনা চেক করতে সক্ষম হবেন। এছাড়া আপনার ব্লগ এর admin area--> Comments এ গিয়ে Comments কে ম্যানুয়ালিও স্প্যাম করতে পারবেন।
কতগুলো স্প্যাম পোস্টকে বাধা দেওয়া হয়েছে Akismet দ্বারা সেগুলোকে চিহ্নিত(track) করতে পারবেন। এছাড়া আপনার ওয়েবসাইটকে স্প্যামারদের হাত থেক রক্ষাও করতে পারবেন।