থিম ম্যানেজমেন্ট
এই অধ্যায়ে আমরা জানবো ওয়ার্ডপ্রেসে কিভাবে থিম ম্যানেজমেন্ট করতে হয়। এটা ইমেজ ফাইল, টেমপ্লেট, সিএসএস স্টাইলশিট ইত্যাদি অন্তর্ভুক্ত করে। যা আপনার ওয়েব সাইটকে দর্শনীয় করে তুলতে সাহায্য করে।
নিম্নে থিম ইন্সটল, নতুন থিম যোগ এবং কাস্টোমাইজ সম্পর্কে আলোচনা করা হলোঃ
ধাপ ১: ড্যাশবোর্ড এর লেফট মেনুবার থেকে Appearance -> Themes সিলেক্ট করুন।
ধাপ ২: এরপর নিম্নের ছবির মত একটি পেজ দেখতে পাবেন। থিমের উপর মাউস নিয়ে যান এবং Theme Details এ ক্লিক করুন।
আপনি Theme Details এ ক্লিক করলে নিম্নের পেইজটি দেখাবে। যেখানে থিমের ভার্সন, বর্ননা, ট্যাগ ইত্যাদি রয়েছে। আপনি যদি এই থিমটি সক্রিয় করতে চান তবে Activate বাটনে ক্লিক করুন। আর আপনি যদি থিমটি চেক করতে চান তবে Live preview এ ক্লিক করুন।
আপনি যদি Active বাটনে ক্লিক করেন তাহলে নিম্নের পপ-আপ মেসেজটি দেখাবে।
ধাপ ৩: Customize বাটনে ক্লিক করুন।
ধাপ ৪: পেজের বাম পাশ থেকে আপনি আপনার থিমটি কাস্টোমাইজ করতে পারবেন। আপনার সকল পরিবর্তন পেজের ডান পাশে দেখাবে।