পেইজ এডিট করা
ওয়ার্ডপ্রেসে ট্যাগ কিভাবে এডিট করতে হয় তা এই অধ্যায়ে শিখতে পারবো।
Add Tags অধ্যায়ে ট্যাগ যুক্ত করা শিখতে পারবেন।
ওয়ার্ডপ্রেসে ট্যাগ এডিট করার কিছু সহজ পদ্ধতি নিচে দেওয়া হলো।
ধাপ (১):Posts -> Tags এ ক্লিক করুন।
ধাপ (২):যখন কার্সর ট্যাগের উপর হোভার করবেন তখন কিছু অপশন ট্যাগ নামের নিচে আসবে। এডিট করার জন্য এখানে দুইটি পদ্ধতি আছে।যেমনঃ Edit and Quick Edit.
Edit: নিম্নোক্ত স্ক্রিনের মত ট্যাগ সেকশনের এডিট অপশনে ক্লিক করুন।
আপনি যেকোন ফিল্ড এডিট করতে পারবেন,তারপর Update বাটনে ক্লিক করলে নিচের স্ক্রিনের মত দেখাবে।
Quick Edit: Quick Edit অপশনে ক্লিক করলে নিম্নোক্ত স্ক্রিনশটের মত দেখতে পাবেন।
আপনি এখানে শুধু নাম এবং স্লাগ নিমোক্ত স্ক্রিনশটের মত এডিট করতে পারবেন এবং Update Tag বাটনে ক্লিক করুন।