ওয়ার্ডপ্রেসে ব্যবহারকারীর ভুমিকা
এই অধ্যায়ে আমরা ওয়ার্ডপ্রেসে ব্যবহারকারীর ভূমিকা( Roles ) সম্পর্কে জানবো। ওয়ার্ডপ্রেসে প্রত্যেক ব্যবহারকারীর কিছু নিজস্ব ভূমিকা( Roles ) থাকে। ভূমিকা( Roles ) বলতে ব্যবহারকারীকে কি কি বিষয়ে অনুমতি দেওয়া তা বুঝায়। যেমন- কোনো ব্যবহারকারীকে ওয়ার্ডপ্রেস সাইটে প্রবেশের অনুমতি দেওয়া।
নিম্নে ওয়ার্ডপ্রেসে ব্যবহত পূর্ব নির্ধারিত ভুমিকাসমূহ( Roles ) আলোচনা করা হলোঃ
- প্রশাসক( Administrator ): এডমিনিস্ট্রেটর সর্বাধিকার সম্পন্ন। সুতরাং একজন এডমিন ওয়ার্ডপ্রেস সাইটে সবকিছুই করার অধিকার রাখে। যেমন- অধিক এডমিন তৈরি, ব্যবহারকারীর ভুমিকা নির্ধারণ, ব্যবহারকারীকে আমন্ত্রন জানানো এবং ব্যবহারকারীকে বাদ দেওয়া ইত্যাদি।
- সম্পাদক( Editor ): একজন এডিটরের সকল ধরনের পোস্ট, পেজ, কমেন্ট, ক্যাটাগরি, ট্যাগ এবং লিংকে প্রবেশাধিকার(Access) থাকে। সে যেকোনো পোস্ট বা পেজ তৈরি, প্রকাশ(Publish), এডিট এবং ডিলেট করতে পারে।
- লেখক( Author ): একজন অথর শুধুমাত্র পোস্ট লেখা, ছবি আপলোড করা, নিজের পোস্ট এডিট এবং প্রকাশ করতে পারে।
- কন্ট্রিবিউটর( Contributor ): একজন কন্ট্রিবিউটর শুধুমাত্র তার নিজের পোস্ট প্রকাশ না হওয়া পর্যন্ত সেই পোস্টে লিখতে এবং পরিবর্তন আনতে পারে। সে শুধুমাত্র পোস্ট বা পেজ তৈরি করতে পারে কিন্তু এগুলো প্রকাশ করতে পারে না। সে ছবি/ফাইলও আপলোড করতে পারে না। কিন্তু আপনার সাইটের স্ট্যাটাস দেখতে পারে। তাদের পোস্ট এডমিনিস্ট্রেটর( Administrator ) কর্তৃক রিভিউ ছাড়া প্রকাশ হয় না। রিভিউ শেষে এডমিন পোস্ট প্রকাশ করলে কন্ট্রিবিউটর সেই পোস্টে আর কোনো পরিবর্তন করতে পারে না।
- ফলোয়ার( Follower ): একজন ফলোয়ার শুধুমাত্র পোস্ট পড়তে এবং পোস্টে কমেন্ট করতে পারে। ফলোয়ার হলো তারা যারা আপনার সাইটের আপডেট তথ্য পাওয়ার জন্য আপনার সাইটে সাইন-ইন করে।
- ভিউয়ার( Viewer ): একজন ভিউয়ার শুধুমাত্র পোস্ট দেখতে পারে। সে পোস্ট এডিট করতে পারে না কিন্তু কমেন্ট করতে পারে।