ডিলেট লিংক
ওয়ার্ডপ্রেসে লিংক কিভাবে ডিলেট করতে হয় তা এই অধ্যায়ে শিখতে পারবো। আপনার ওয়েবসাইটে অনাকাংক্ষিত লিংকগুলো আপনি ডিলেট করতে পারবেন।
ওয়ার্ডপ্রেসে লিংক ডিলেট করার জন্য নিচে কিছু ধাপ দেয়া হলো।
ধাপ (১):Pages -> All Pages এ ক্লিক করুন।
ধাপ (২):আপনি পেইজের লিস্টগুলো দেখতে পাবেন। যখন আপনার কার্সর About Us পেইজের উপর হোভার করবেন তখন কিছু অপশন দেখাবে। নিচের স্ক্রিনশটের মত এডিট বাটনে ক্লিক করুন।
ধাপ(৩):আপনি ইতিমধ্যে যেই শব্দকে লিংক করেছেন যেমনঃ Lorem তা সেলেক্ট করুন এবং নিচের স্ক্রিনের মত Remove লিংকে ক্লিক করুন।
ধাপ(৪):যখন আপনি Lorem শব্দটির উপর হোভার করবেন তখন আগের URL এর কোনো টুলটিপ থাকবে না। নিচের স্ক্রিনশটে দেখা যায় লিংকটি ডিলেট হয়ে গেছে।
নির্দিষ্ট পেইজ সেলেক্ট করে আপডেট বাটনে ক্লিক করুন।