ওয়ার্ডপ্রেস পিএইচপি এসকিউএল জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি এইচটিএমএল
লগইন
×

ওয়ার্ডপ্রেস বেসিক

হোম-HOME ইন্সটলেশন-Installation ড্যাসবোর্ড-Dashboard

ওয়ার্ডপ্রেস সেটিং

General সেটিং Writing সেটিং Reading সেটিং ডিসকাশন-Discussion Media সেটিং পারমালিঙ্ক-Permalink প্লাগ-ইন Plugin

ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি

Add ক্যাটাগরি edit ক্যাটাগরি Delete ক্যাটাগরি

ওয়ার্ডপ্রেস পোস্ট

Add পোস্ট Edit পোস্ট Delete পোস্ট Preview পোস্ট Publish পোস্ট

ওয়ার্ডপ্রেস মিডিয়া

মিডিয়া লাইব্রেরি Add মিডিয়া Insert মিডিয়া Edit মিডিয়া

ওয়ার্ডপ্রেস পেইজ

Add পেইজ Publish পেইজ Edit পেইজ Delete পেইজ

ওয়ার্ডপ্রেস ট্যাগ

Add ট্যাগ Edit ট্যাগ Delete ট্যাগ

ওয়ার্ডপ্রেস লিঙ্ক

Add লিঙ্ক Edit লিঙ্ক Delete লিঙ্ক

ওয়ার্ডপ্রেস কমেন্ট

Add কমেন্ট Edit কমেন্ট Moderate কমেন্ট

ওয়ার্ডপ্রেস প্লাগ-ইন

View প্লাগ-ইন Install প্লাগ-ইন Customize প্লাগ-ইন

ওয়ার্ডপ্রেস Users

User Role Add User Edit User Delete User ব্যক্তিগত প্রোফাইল

ওয়ার্ডপ্রেস Appearance

থিম ম্যানেজমেন্ট Customize থিম Widget ম্যানেজমেন্ট ব্যাকগ্রাউন্ড

ওয়ার্ডপ্রেস Advance

হোস্ট ট্রান্সফার ভার্সন আপডেট স্পাম Protection ব্যাকআপ ও পূনরুদ্ধার Optimization রিসেট পাসওয়ার্ড



 

হোস্ট ট্রান্সফার


এই অধ্যায়ে আমরা জানবো কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটকে নতুন হোস্টিং প্লাটফর্মে ট্রান্সপার করা যায়। ওয়ার্ডপ্রেস সাইটকে অন্য হোস্টে ট্রান্সফার করার জন্য এখানে আমরা হোস্টিংগার ওয়েব হোস্টিং ব্যবহার করেছি।

আপনার ওয়ার্ডপ্রেস সাইটকে অন্য হোস্টে ট্রান্সপার করার জন্য নিম্নের সহজ ধাপগুলো দেখুন।

ধাপ ১: ওয়ার্ডপ্রেস ফাইলের ব্যাকআপ নিন এবং ডেটাবেজ এক্সপোর্ট করুন। এক্সপোর্ট সম্মন্ধে আরও জানতে ওয়ার্ডপ্রেস Backup & Restore অধ্যায় ভিজিট করুন।



ধাপ ২: আপনার cPanel এ লগইন করুন এবং নিচের স্ন্যাপশট অনুসরণ করে MySQL Databases এ ক্লিক করুন।


ধাপ ৩: নিচের স্ন্যাপশট অনুসরন করে একটি নতুন ডেটাবেজ এবং MySQL ইউজার তৈরি করুন। পেজে নিম্নের ফিল্ডসমূহ থাকবে।


  • MySQL Database Name: ডেটাবেজের নাম দিন।

  • MySQL Username: আপনার ইউজার নাম দিন।

  • Password: আপনার ডেটাবেজের জন্য পাসওয়ার্ড সেট করুন।

  • Password again: নিশ্চিত করার জন্য আগের পাসওয়ার্ড পূনরায় দিন।

  • সকল ফিল্ড পূরন করে Create বাটনে ক্লিক করুন।

ধাপ ৪: আপনি আপনার তৈরিকৃত MySQL database টি নিম্নের স্ন্যাপশট এর মত দেখবেন।



ধাপ ৫: নিচের স্ন্যাপশট অনুসরণ করে +(যোগ) চিহ্নের উপরে ক্লিক করুন।


ধাপ (৬): phpMyAdmin এ ক্লিক করুন।


ধাপ (৭): phpMyAdmin পেইজে Import ট্যাবে ক্লিক করুন।


ধাপ (৮): Choose File বাটনে ক্লিক করে আপনার ব্যাকআপ ফাইল সিলেক্ট করুন এবং GO বাটনে ক্লিক করুন।


ধাপ (৯): আপনার আপলোড করা ডেটাবেজের টেবিলগুলো নিম্নের স্ন্যাপশট এর মত দেখাবে।


ধাপ (১০): আপনার ওয়ার্ডপ্রেস সাইট টি আপলোড করুন।



ধাপ ১১: ওয়ার্ডপ্রেস লগইন পেইজটি নিম্নের স্ন্যাপশট এর মত দেখাবে।