ওয়ার্ডপ্রেস ইনসার্ট মিডিয়া
এই অধ্যায়ে আমরা জানবো ওয়ার্ডপ্রেসে কিভাবে মিডিয়া insert করতে হয়। লোকাল স্টোরেজ, মিডিয়া লাইব্রেরী অথবা URL থেকে মিডিয়া ফাইল আপনার পেজ অথবা পোষ্টে যুক্ত করতে পারেন।
নিম্নে ওয়ার্ডপ্রেসে মিডিয়া ফাইল যুক্ত করার সাধারণ ধাপগুলো চিত্রসহ আলোচনা করা হলোঃ
ধাপ ১: ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে posts-> Add New এ ক্লিক করুন।
ধাপ ২: স্ক্রিনশট অনুযায়ী Add Media তে ক্লিক করুন।
ধাপ ৩: নিম্নের স্ক্রিনশট অনুযায়ী মিডিয়া লাইব্রেরী থেকে আপানার পছন্দমত ফাইল(ছবি) নির্বাচন করুন।
নির্বাচিত ফাইলের(ছবির) সকল তথ্য স্ক্রিনের ডান পাশে Attachment Details এর নিচে প্রদর্শিত হবে। ছবিটি আপনার পোষ্টে যুক্ত করতে Insert Post বাটনে ক্লিক করুন। Attachment Details সেকশনে ছবির URL, Title, Caption, Alt Text এবং Description যুক্ত/পরিবর্তন করতে পারবেন।
এছাড়া আপনি আপলোড ফাইলে ক্লিক করেও আপনার সিস্টেম থেকে সরাসরি ছবি যুক্ত করতে পারেন এবং এক্ষেত্রেও Insert into Post বাটনে ক্লিক করুন।