ওয়ার্ডপ্রেস General সেটিংস
এই অধ্যায়ে আমরা ওয়ার্ডপ্রেসের সাধারণ সেটিং সম্পর্কে জানবো। ওয়ার্ডপ্রেস সাধারন সেটিং ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার সাইটের মৌলিক কনফিগারেশন সেট করতে পারবেন।
নিম্নে সাধারন সেটিং এর ধাপ গুলো আলোচনা করা হলোঃ
ধাপ ১: ওয়ার্ডপ্রেস নেভিগেশন মেনুর Settings -> General অপশনে ক্লিক করুন।
ধাপ ২: সাধারণ সেটিংস পেজটি নিম্নের স্ন্যাপশট এর মত দেখাবে।
নিম্নে সাধারন সেটিংস এর প্রত্যেকটি ফিল্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলোঃ
- Site Title: টেমপ্লেট হেডারে সাইট এর নাম প্রদর্শিত হবে।
- Tagline: একটি ছোট বাক্যে আপনার সাইট এর স্লোগান প্রদর্শিত হবে।
- WordPress Address (URL): এটা হলো ওয়ার্ডপ্রেস ডিরেক্টরির URL যেখানে আপনার এপ্লিকেশন এর সকল মূল(Core) ফাইলসমূহ জমা থাকে।
- Site Address (URL): এখানে আপনার সাইট এর URL প্রদান করুন যা আপনার ব্রাউজারে প্রদর্শিত হবে।
- E-mail Address: এখানে আপনার ই-মেইল এড্রেস প্রদান করুন যা ভবিষ্যতে আপনাকে ভুলে যাওয়া পাসওয়ার্ড পুনরুদ্ধার এবং যেকোনো ধরণের আপডেট করতে সাহায্য করবে।
- Membership: চেক বক্স চেক করলে যে কেউ আপনার সাইটে একাউন্ট রেজিষ্ট্রেশন করতে পারবে।
- New User Default Role: সদ্য রেজিষ্ট্রেশন করা ব্যবহারকারী বা সদস্যদের জন্য ডিফল্ট ভূমিকা(Role) সেট করা যায়।
- Timezone: নির্দিষ্ট শহরের ভিত্তিতে টাইম জোন সেট করতে পারবেন।
- Date Format: আপনার চাহিদা অনুযায়ী সাইটে তারিখের ফরম্যাট সেট করতে পারবেন।
- Time Format: আপনার চাহিদা অনুযায়ী সাইটে সময়ের ফরম্যাট সেট করতে পারবেন।
- Week Starts On: এটার মাধ্যমে ওয়ার্ডপ্রেস ক্যালেন্ডারের সপ্তাহের প্রথম দিন সেট করতে পারবেন। ডিফল্ট ভাবে সপ্তাহের প্রথম দিন থাকে সোমবার।
- Site Language: ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের জন্য ভাষা সেট করতে পারবেন।
ধাপ ৩: সাধারন সেটিং এর সকল তথ্য পূরণ করার পর Save Changes বাটনে ক্লিক করুন। এটা আপনার সাধারন সেটিংস এর সকল তথ্য সংরক্ষন করে রাখে।