EDIT USERS
এই অধ্যায়ে আমরা ওয়ার্ডপ্রেসের Edit Users সম্পর্কে জানব।
নিম্নে কিছু সহজ ধাপ দেখানো হলো-
ধাপ (১): ক্লিক করুন Users -> All Users
ধাপ (২): আপনি Users লিস্ট দেখতে পাবেন।
যখন আমরা Change Role বক্সে ক্লিক করি, তখন উপরের স্ক্রিনসটের মতো একটি ড্রপডাউন লিস্ট দেখাবে।
- Subscriber: যে শুধু নিজের প্রোফাইল মেনেজ করতে পারবে।
- Contributor: যে শুধু পোস্ট এডিট এবং পোস্ট লেখতে পারবে। কিন্তু পোস্ট পাবলিশ করতে পারবে না।
- Author: যে পোস্ট পাবলিশ এবং মেনেজ করতে পারবে।
- Editor: যে পোস্ট পাবলিশ, মেনেজ এবং পোস্টে অন্য ব্যবহারকারী যুক্ত করতে পারবে।
- Administrator: যার কাছে একটি ওয়েবসাইটের সকল এক্সেস থাকে।
Change বাটনে ক্লিক করে আপনি ব্যবহারকারীর Role পরিবর্তন করতে পারেন।
ধাপ (৩):নিম্নের ছবির মতো User এডিট করার জন্য Edit-এ ক্লিক করুন।
ধাপ (৩):Edit User পেইজে আপনি ব্যবহারকারীর তথ্য আপডেট করতে পারেন।