ওয়ার্ডপ্রেস Edit ক্যাটাগরি
এই অধ্যায়ে আমরা ওয়ার্ডপ্রেস Edit ক্যাটাগরি সম্পর্কে জানবো।
নিচে ওয়ার্ডপ্রেস এডিট ক্যাটাগরির সাধারন ধাপগুলো আলোচনা করা হলো।
ধাপ ১: ওয়ার্ডপ্রেসের লেফট মেনুবার থেকে Posts -> Categories এ ক্লিক করুন।
ধাপ ২: আপনি NewCategory নামে একটি ক্যাটগরি দেখতে পাবেন যা ওয়ার্ডপ্রেস Add Category অধ্যায়ে তৈরি করা হয়েছে। আপনি যখন কার্সর ক্যাটাগরির উপরে নিবেন তখন ক্যাটাগরির নিচে কিছু অপশন দেখতে পারবেন। এখানে ক্যাটাগরি এডিট করার জন্য দুইটি অপশন Edit এবং Quick Edit দেখতে পাবেন।
Edit: নিচের স্ক্রিনশট অনুযায়ী Categories সেকশনের Edit অপশনে ক্লিক করুন।
আপনি যেকোন ফিল্ড এডিট করতে পারবেন যা নিচের স্ক্রিনে দেখানো হয়েছে। এডিট করার পর Update বাটনে ক্লিক করুন।
Quick Edit: নিচের স্ক্রিনশট অনুযায়ী ক্যাটাগরি সেকশনের Quick Edit অপশনে ক্লিক করুন।
এখানে শুধুমাত্র ক্যাটাগরির Name এবং Slug এডিট করতে পারবেন যা নিচের স্ক্রিনে দেখানো হয়েছে এবং পরিশেষে Update Category বাটনে ক্লিক করুন।