রিসেট পাসওয়ার্ড
এই অধ্যায়ে আমরা জানবো কিভাবে ওয়ার্ডপ্রেসে পাসওয়ার্ড রিসেট করতে হয়। ওয়ার্ডপ্রেসে আমরা দুইভাবে পাসওয়ার্ড রিসেট করতে পারি।
- User
- Lost your password
চলুন দেখে নিই User সেকশন দ্বারা কিভাবে পাসওয়ার্ড রিসেট করা যায়ঃ
ধাপ ১: ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেলে লগইন করুন এবং ড্যাশবোর্ড থেকে Users-> All Users এ ক্লিক করুন।
ধাপ ২: All Users বাটনে ক্লিক করলে আপনি ব্যবহারকারীর তালিকা বিশিষ্ট একটি পেজ দেখতে পাবেন। এখান থেকে আপনি যে ইউজার এর পাসওয়ার্ড রিসেট করতে চান তা সিলেক্ট করুন এবং edit বাটনে ক্লিক করুন।
আপনি edit বাটনে ক্লিক করলে নিম্নের স্ল্যাপশট এর পেজটি প্রদর্শিত হবে।
ধাপ ৩: প্রয়োজনীয় তথ্য দিয়ে Update Profile এ ক্লিক করি।
Lost your password সেকশন দ্বারা পাসওয়ার্ড রিসেটঃ
ধাপ ১: পাসওয়ার্ড ভুলে গেলে নিম্নের পেইজটি থেকে Lost your password এ ক্লিক করুন।
ধাপ ২:Lost your password এ ক্লিক করলে নিম্নের পেইজটি দেখাবে। আপনার ই-মেইল প্রদান করে Get New Password বাটনে ক্লিক করুন।
ধাপ ৩: বাটনে ক্লিক করার পরে Link has been sent to the email address you provided মেসেজটি দেখাবে।
ধাপ ৪: আপনার ই-মেইলে গিয়ে Password Reset মেইলটি ওপেন করুন এবং পাসওয়ার্ড রিসেট লিঙ্কে ক্লিক করুন।
ধাপ ৫: আপনার নতুন পাসওয়ার্ড দিন এবং পুনরায় কনফার্ম করুন। Reset Password বাটনে ক্লিক করুন।