ওয়ার্ডপ্রেসে পেজ ডিলেট করা
এই অধ্যায়ে আমরা জানবো ওয়ার্ডপ্রেসে কিভাবে পেজ ডিলেট করতে হয়।
নিচে ওয়ার্ডপ্রেস Page ডিলেট এর সাধারন ধাপগুলো চিত্রসহ দেখানো হলো।
ধাপ ১: ওয়ার্ডপ্রেসের লেফট মেনুবার থেকে Pages -> All Pages এ ক্লিক করুন।
ধাপ ২: আপনি Sample Page টি ডিলেট করে দিতে পারেন। এখানে Sample Page এর উপর মাউস কার্সর নিলে কিছু অপশন দেখতে পাবেন। Trash অপশনে ক্লিক করলে পোষ্টটি ডিলেট হয়ে যাবে।
অথবা আপনি নিম্নের স্ক্রিনশট অনুযায়ী পেজ যুক্ত বা পরিবর্তন করার সময় Move to Trash অপশনে ক্লিক করেও পেজ ডিলেট করতে পারেন।
ধাপ৩: আপনার পেজটি ডিলেট হয়েছে কিনা নিশ্চিত হওয়ার জন্য ১ং ধাপটি পুনরায় প্রয়োগ করুন।