এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <address> ট্যাগ


<address> ট্যাগের ব্রাউজার সাপোর্ট



এলিমেন্ট Google Chrome Edge/IE Mozila Firefox Safari Opera
<address> সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন




সংজ্ঞা ও ব্যবহার

<address> ট্যাগের মাধ্যমে কোন একটি ডকুমেন্টের লেখক/মালিকের যোগাযোগের তথ্য উপস্থাপন করা হয়।

যদি <address> এলিমেন্টটি <body> এলিমেন্টের ভিতর থাকে তবে এটি ডকুমেন্টের যোগাযোগের তথ্যকে বুঝায়।

যদি <address> এলিমেন্টটি অনুচ্ছেদের ভিতর থাকে তবে এটি অনুচ্ছেদের যোগাযোগের তথ্যকে বুঝায়।

<address> এলিমেন্টের টেক্সট গুলো সাধারনত italic স্টাইলযুক্ত হয়। অধিকাংশ ব্রাউজারে <address> এলিমেন্টের পূর্বে এবং পরে লাইন বিরতি যুক্ত করে।



নিচে <address> ট্যাগের ব্যবহার দেখানো হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<body>

  <address>
    লেখকঃ <a href="mailto:azizibbl255@gmail.com">আজিজুর রহমান</a><br>
    যোগাযোগের ঠিকানাঃ<br>
    www.sattacademy.com<br>
    খান ভিলা, চাঁদপুর<br>
    বাংলাদেশ।
  </address>

</body>
</html>

ফলাফল





টীকা ও মন্তব্যঃ



<address> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে


<address> ট্যাগের ডিফল্ট স্টাইল

অধিকাংশ ব্রাউজারে <address> এলিমেন্টটি নিমোক্ত ডিফল্ট সিএসএস ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ

address {
    display: block;
    font-style: italic;
}

পরামর্শঃ সিএসএস এর মাধ্যমে ডিফল্ট স্টাইল পরিবর্তন করা যায়।



সম্পর্কিত পেজ