এইচটিএমএল <abbr> ট্যাগ
<abbr>
ট্যাগের ব্রাউজার সাপোর্ট
এলিমেন্ট | Google Chrome | Edge/IE | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
<abbr> |
সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন |
সংজ্ঞা ও ব্যবহার
শব্দ সংক্ষেপ যেমন; "রাজউক", "দূদক", "ঢাবি", "BUET", "ATM" করার জন্য <abbr>
ট্যাগ ব্যবহার করা হয়।
Abbreviation এবং acronym উভয়ই বড় কোন লেখার সংক্ষিপ্ত রুপ। উভয়ই কয়েকটি অক্ষর দিয়ে বড় লেখা বা কোন নাম কে বুঝায়।
<abbr>
ট্যাগের মধ্যে ব্যবহৃত গ্লোবাল title
এট্রিবিউটের মাধ্যমে শব্দের সম্পূর্ণ abbreviation লিখে দেওয়ার ফলে এটি ব্রাউজারকে এবং সার্চ ইঞ্জিনকে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।
নিচের উদাহরণে <abbr>
ট্যাগের ব্যবহার দেখানো হলোঃ
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<body>
<p><abbr title="দূর্নীতি দমন কমিশন">দূদক</abbr> একটি দূর্নীতি বিরোধী একটি সংস্থা।</p>
</body>
</html>
ফলাফল
টীকা ও মন্তব্যঃ
<abbr>
একটি ইনলাইন ট্যাগ। এটি<span>
ট্যাগের মতো শুধুমাত্র একটি শব্দের জন্যও ব্যবহার করা যায়।<abbr>
ট্যাগের মাধ্যমে সম্পূর্ন abbreviation টি প্রদর্শনের জন্য<abbr>
ট্যাগের গ্লোবালtitle
এট্রিবিউট ব্যবহার হয়।
<abbr>
ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?
গ্লোবাল এট্রিবিউট | ইভেন্ট এট্রিবিউট |
---|---|
সাপোর্ট করে | সাপোর্ট করে |