এইচটিএমএল <footer> ট্যাগ
<footer>
ট্যাগের ব্রাউজার সাপোর্ট
এলিমেন্ট | Google Chrome | Edge/IE | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
<footer> |
সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন |
সংজ্ঞা ও ব্যবহার
একটি ডকুমেন্টের ফুটার নির্ধারন করার জন্য <footer>
এলিমেন্টটি ব্যবহার করা হয়।
<footer>
এলিমেন্টটিতে অবশ্যই তার ধারনকারী এলিমেন্ট সম্পর্কে তথ্য থাকবে।
একটি <footer>
এলিমেন্ট সাধারনত নিচের তথ্যগুলো ধারন করে থাকেঃ
- লেখকের তথ্য
- কপিরাইট তথ্য
- সংযুক্ত তথ্য
- সাইটম্যাপ
- পূনরায় উপরে যাওয়ার বাটন
- সম্পর্কিত ডকুমেন্ট
একটি ডকুমেন্টের মধ্যে আপনি একের অধিক(বিভিন্ন) <footer>
ব্যবহার করতে পারেন।
নিচের উদাহরণে একটি ডকুমেন্টের ফুটার সেকশনে তৈরি করে দেখানো হলোঃ
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<body>
<footer>
<p>পোস্টটি লিখেছেনঃ জিহাদুল ইসলাম</p>
<p>যোগাযোগঃ <a href="mailto:md.zehad1177@gmail.com">ইমেইল এড্রেস</a></p>
</footer>
</body>
</html>
বিঃদ্রঃ <footer>
ট্যাগটি ইন্টারনেট এক্সপ্লোরার(৮) এবং এর পূর্বের ভার্সন গুলোতে সাপোর্ট করে না।
ফলাফল
টীকা ও মন্তব্যঃ
<footer>
এলিমেন্টের মধ্যের যোগাযোগের তথ্য<address>
এলিমেন্টের মাধ্যমে দেয়া উচিত।
<footer>
ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?
গ্লোবাল এট্রিবিউট | ইভেন্ট এট্রিবিউট |
---|---|
সাপোর্ট করে | সাপোর্ট করে |
<footer>
ট্যাগের ডিফল্ট স্টাইল
অধিকাংশ ব্রাউজারেই <footer>
এলিমেন্ট নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ
footer {
display: block;
}