এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <pre> ট্যাগ


<pre> ট্যাগের ব্রাউজার সাপোর্ট



এলিমেন্ট Google Chrome Edge/IE Mozila Firefox Safari Opera
<pre> সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন




সংজ্ঞা ও ব্যবহার

<pre> ট্যাগ দিয়ে প্রি-ফরম্যাটেড(preformatted) টেক্সটকে বুঝায়।

<pre> এলিমেন্ট টেক্সটগুলোকে fixed-width ফন্টে(সাধারণত Courier) দেখায় এবং এটি সকল স্পেস ও লাইন ব্রেককে সংরক্ষন করে।



নিচের উদাহরণে <pre> এলিমেন্ট ব্যবহার করে কিভাবে প্রি-ফরম্যাটেড(preformatted) টেক্সটকে স্পেস ও লাইন ব্রেক সংরক্ষন করে ব্রাউজারে প্রদর্শন করতে হয় তা দেখানো হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<body>

<pre>
pre এলিমেন্টের মধ্যে      একাধিক        স্পেস

লাইন ব্রেক, ফন্ট যেভাবে লেখা
      হবে ঠিক সেভাবেই ব্রাউজারে প্রদর্শিত হবে।

</body>
</html>

ফলাফল





টীকা ও মন্তব্যঃ



এট্রিবিউট

নিচের টেবিলে <pre> ট্যাগের এট্রিবিউট, এট্রিবিউটের ভ্যালু এবং তাদের ব্যবহার তুলে ধরা হলোঃ

এট্রিবিউট ভ্যালু বর্ননা
width number এইচটিএমএল(৫)-এ সাপোর্ট করে না।
প্রতি লাইনে সর্বোচ্চ কতোটি ক্যারেক্টার থাকবে তা নির্ধারণ করে।


<pre> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে


<pre> ট্যাগের ডিফল্ট স্টাইল

অধিকাংশ ব্রাউজারেই <pre> এলিমেন্ট নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ

pre {
    display: block;
    font-family: monospace;
    white-space: pre;
    margin: 1em 0;
  }


সম্পর্কিত পেজ