এইচটিএমএল <dl> ট্যাগ
<dl>
ট্যাগের ব্রাউজার সাপোর্ট
এলিমেন্ট | Google Chrome | Edge / IE | Mozila Firefox | Safari | Opera |
---|---|---|---|---|---|
<dl> |
সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন | সকল ভার্সন |
সংজ্ঞা ও ব্যবহার
<dl>
ট্যাগের মাধ্যমে একটি ডেসক্রিপশন লিস্টকে নির্দেশ করে। অর্থাৎ <dl>
ট্যাগের মাধ্যমে ডেসক্রিপশন লিস্ট তৈরি করা হয়।
<dt>
এবং <dd>
এলিমেন্টের মধ্যে সমন্বয় করার জন্য <dl>
ট্যাগটি ব্যবহার করা হয়।
কিভাবে <dl>
এলিমেন্ট <dt>
এবং <dd>
ট্যাগের মধ্যে সমন্বয় করে তা নিচের উদাহরণে দেখানো হলোঃ
উদাহরণ
<!DOCTYPE html>
<html>
<body>
<dl>
<dt>চাঁদপুর</dt>
<dd>চাঁদপুর হলো ইলিশের শহর।</dd>
<dt>রক্তধারা</dt>
<dd>রক্তধারা চাঁদপুরের একটি অনন্য ভাস্কর্য।</dd>
</dl>
</body>
</html>
ফলাফল
<dl>
ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?
গ্লোবাল এট্রিবিউট | ইভেন্ট এট্রিবিউট |
---|---|
সাপোর্ট করে | সাপোর্ট করে |
<dl>
ট্যাগের ডিফল্ট স্টাইল
অধিকাংশ ব্রাউজারেই <dl>
এলিমেন্টটি নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ
dl {
display: block;
margin-top: 1em;
margin-bottom: 1em;
margin-left: 0;
margin-right: 0;
}