এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <i> ট্যাগ


<i> ট্যাগের ব্রাউজার সাপোর্ট



এলিমেন্ট Google Chrome Edge/IE Mozila Firefox Safari Opera
<i> সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন




সংজ্ঞা ও ব্যবহার

টেক্সট এর নির্দিষ্ট একটি অংশকে বিকল্প বা পরিবর্তিত রূপে প্রকাশ করার জন্য <i> ট্যাগটি ব্যবহার করা হয়। এর ফলে <i> ট্যাগের ভিতরের কন্টেন্ট ইতালিক(italic) ফন্টে প্রদর্শিত হবে।

কোন একটি টেকনিক্যাল টার্ম/বিষয়, অন্য ভাষা থেকে ব্যবহৃত phrase, অথবা কোন একটি বিশেষ কিছুর নাম উল্লেখ করার জন্য <i> ট্যাগটি ব্যবহার করা যেতে পারে।

<i> এলিমেন্টটি আমরা তখনি ব্যবহার করবো, যেখন সংশ্লিষ্ট কন্টেন্টটির জন্য উপযুক্ত অন্য কোন ট্যাগ নেই। যেমনঃ



নিচের উদাহরণে <i> এলিমেন্টের ব্যবহার দেখানো হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<body>

<p>বাংলায় প্রোগ্রামিং শিখার জন্য <i>www.sattacademy.com</i> হলো সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট। কারণ এখানে আপনি খুব সহজে
     প্রোগ্রামিং শিখতে পারবেন।</p>

</body>
</html>

ফলাফল





<i> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে


<i> ডিফল্ট স্টাইলঃ

অধিকাংশ ব্রাউজারেই <i> এলিমেন্ট নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ

i {
    font-style: italic;
  }


সম্পর্কিত পেজ