এইচটিএমএল সিএসএস বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট জেকুয়েরি
লগইন
 

এইচটিএমএল <summary> ট্যাগ


<summary> ট্যাগের ব্রাউজার সাপোর্ট



এলিমেন্ট Google Chrome Edge/IE Mozila Firefox Safari Opera
<summary> সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন সকল ভার্সন




সংজ্ঞা ও ব্যবহার

কোন একটি বর্ণনার সংক্ষিপ্তরুপ/ক্যাপশন দেয়ার জন্য <summary> ট্যাগটি ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে <summary> ট্যাগটি <details> এলিমেন্টের ক্যাপশন/সংক্ষিপ্তরুপ দেখানোর জন্য ব্যবহৃত হয়।



নিচের উদাহরণে <summary> ট্যাগের ব্যবহার দেখানো হলোঃ

উদাহরণ

<!DOCTYPE html>
<html>
<body>

  <details>
    <summary>কপিরাইট ২০১৭</summary>
    <p> - স্যাট একাডেমী। সকল স্বত্ব সংরক্ষিত। </p>
    <p>এই ওয়েবসাইটের সকল তথ্য এবং গ্রাফিক্সের মালিক স্যাট একাডেমী।</p>
  </details>

</body>
</html>

বিঃদ্রঃ <summery> ট্যাগটি ইন্টারনেট এক্সপ্লোরার/মাইক্রোসফট Edge এ সাপোর্ট করে না।

ফলাফল





টীকা ও মন্তব্যঃ



<summery> ট্যাগে গ্লোবাল এবং ইভেন্ট এট্রিবিউট সাপোর্ট করে কিনা?

গ্লোবাল এট্রিবিউট ইভেন্ট এট্রিবিউট
সাপোর্ট করে সাপোর্ট করে


<summery> ট্যাগের ডিফল্ট স্টাইল

অধিকাংশ ব্রাউজারেই <sub> এলিমেন্ট নিম্নলিখিত স্টাইল ভ্যালুগুলো সহকারে প্রদর্শিত হয়ঃ

summary {
    display: block;
  }


সম্পর্কিত পেজ